ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

নারী উদ্যোক্তাকে ২০ লাখ টাকার চেক দিলো ইসলামী ব্যাংক

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫২ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৭
নারী উদ্যোক্তাকে ২০ লাখ টাকার চেক দিলো ইসলামী ব্যাংক নারী উদ্যোক্তাকে চেক দিলো ইসলামী ব্যাংকের (ছবি: সংগৃহিত)

ঢাকা: ইসলামী ব্যাংকের গ্রাহক মেসার্স মৌসুমী ফ্যাশনের স্বত্বাধিকারী মৌসুমী আক্তারকে ব্যাংকটির পক্ষ থেকে নারী উদ্যোক্তা বিনিয়োগের ২০ লাখ টাকার চেক তুলে নিয়েছেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির।

জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) নারী উদ্যোক্তা সমাবেশ ও পণ্য প্রদর্শনী মেলা-২০১৭ উপলক্ষে সম্প্রতি বাংলাদেশ মহিলা সমিতি মিলনায়তনে তার হাতে এ চেক তুলে দেওয়া হয়।

বুধবার (১৫ মার্চ) ব্যাংকটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ সময় ব্যাংকটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও ডেভেলপমেন্ট উইং প্রধান মোহাম্মদ মোহন মিয়াসহ বাংলাদেশ ব্যাংক ও অন্যান্য ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৭
ওএইচ/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।