ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

কিশোরগঞ্জেও বাজার চড়া চালের

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪২ ঘণ্টা, মার্চ ২১, ২০১৭
কিশোরগঞ্জেও বাজার চড়া চালের কিশোরগঞ্জে চালের আড়ত। ছবি: টিটু

কিশোরগঞ্জ: পরিবারের জন্য কাচারী বাজারে চাল কিনতে এসেছেন রিকশাচালক আলী। কিন্তু বাজারে এসে চালের দাম শুনেই হতাশ তিনি। বাংলানিউজকে বলেন, আমরা গরীব মানুষ। কয়দিন পরপর দাম এভাবে বাড়তে থাকলে চাল কিনে খামু কেমনে?

সরেজমিনে কিশোরগঞ্জের কাচারী বাজার ও বড় বাজার ঘুরে দেখা যায়, বি-আর-২৯ চাল ক’দিন আগেও বিক্রি হচ্ছিলো ৩৮ টাকা কেজিতে। কিন্তু বর্তমানে সেই চাল বিক্রি হচ্ছে ৪২ টাকায়।

এভাবে গত ১০ দিনের ব্যবধানে প্রতি জাতের চালের দাম কেজিতে বেড়েছে ৪-৫ টাকা। গত ১০ দিন আগে পাইজাম চালের দাম ছিল ৪৪ টাকা। আজকের বাজার দাম ৪৮ টাকা, নাজিরশাইল চালের দাম ৪৩ টাকা থেকে বেড়ে বর্তমানে ৪৭ টাকা। বি-আর ২৮ চালের দাম ৪০ টাকা থেকে ৪৩ টাকা।

কিশোরগঞ্জের বাজারে সবচেয়ে বেশি বেড়েছে রাতাবোর চালের দাম। যা আগে ছিল ৭০ টাকা, আর এখন ৯০ টাকা।  

প্রাইভেট কোম্পানিতে কর্মরত লুৎফুর রহমান মিজান বাংলানিউজকে বলেন, চালের দাম সব সময় এক থাকা প্রয়োজন। কারণ চালের দাম বেড়ে গেলে আমাদের সবচেয়ে বেশি অসুবিধায় পড়তে হয়।

কাচারী বাজারের মের্সাস আলমগীর ট্রেডার্সের মালিক আলমগীর হোসেন ও মেসার্স দুলাল ট্রের্ডাসের মালিক দুলাল মিয়া বাংলানিউজকে বলেন, বছরের শেষ সময়ে প্রতিবার চালের দাম বেড়ে যায়। কারণ এ সময়টায় বাজারে পুরাতন চাল থাকে। তাই চালের বাজার একটু গরম (বৃদ্ধি) হয়ে যায়। আমরা আশা করছি আবার নতুন বছরে চালের দাম কমে যাবে।
 
কাচারী বাজার চাল সমিতির সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম বাংলানিউজকে বলেন, চালের দাম বৃদ্ধিতে আমাদের কোন হাত নেই। প্রতি বছরের শেষ সময়ে চালের দাম এমনিতেই বেড়ে যায়। আবার বছরের শুরুর দিকে চালের দাম কমে যায়।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, মার্চ ২১, ২০১৭
জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।