ঢাকা, শুক্রবার, ২৮ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

কেমিক্যাল ও প্লাস্টিক কারখানায় হয়রানির অভিযোগ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৫০, মার্চ ২২, ২০১৭
কেমিক্যাল ও প্লাস্টিক কারখানায় হয়রানির অভিযোগ শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সঙ্গে সাক্ষাতে বিপিজিএমইএ

ঢাকা:  কেমিক্যাল ও প্লাস্টিক কারখানায় চলমান অভিযানের নামে সিটি কর্পোরেশন হয়রানি করছে বলে শিল্পমন্ত্রীর কাছে অভিযোগ করেছে  বাংলাদেশ প্লাস্টিকদ্রব্য প্রস্তুতকারক ও রফতানিকারক অ্যাসোসিয়েশন (বিপিজিএমইএ)।

বুধবার (২২ মার্চ) শিল্প মন্ত্রণালয়ে শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সঙ্গে সাক্ষাৎ করতে আসেন ব্যবসায়ী প্রতিনিধিরা।   সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রী।

শিল্পমন্ত্রী সাংবাদিকদের জানান, প্লাস্টিক ব্যবসায়ীদের দাবি, ‘ইদানিংকালে ঢাকা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তাদের হয়রানি ও কারখানা বন্ধ করা হচ্ছে। বিষাক্ত কেমিক্যাল নিয়ে একটি সিদ্ধান্ত সিটি কর্পোরেশন নিয়েছে। তাই আমি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়রের সঙ্গে এ বিষয়ে আলাপ করেছি, যেন তাদের সঙ্গে সমন্বয় করে কাজ করা যায়’।

তিনি আরো বলেন, শিগগিরই প্লাস্টিক ব্যবসায়ীদের সঙ্গে বিএসটিআই, শিল্প মন্ত্রণালয় ও ডিএসসিসি’র সমন্বয়ে আলোচনা করা হবে। সেখান থেকে সিদ্ধান্ত নেওয়া হবে যে, কিভাবে এর সমন্বয় করা হবে। এ নিয়ে পরিকল্পনা করা হবে। খেয়াল রাখতে হবে, যেন কেউ হয়রানির শিকার না হন। যৌক্তিকভাবে সিদ্ধান্ত নিয়ে কাজ করতে হবে’।

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু আরো বলেন, ব্যবসায়ী প্রতিনিধিরা তার কাছে দাবি করেছেন, মোড়কজাত পণ্যে পাটের ব্যবহার যে বাধ্যতামূলক  করা হয়েছে, তাতে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন। তারা বলেছেন যে, এমন কিছু পণ্য রয়েছে, যেগুলো পাটের ব্যাগে মোড়কজাত করলে তাতে ফাঙ্গাস দেখা দেবে। যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর’।

মন্ত্রী জানান, তিনি এ বিষয়টি নিয়ে পাট মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলবেন। যেন এ অবস্থার সমাধান হয়।

বিপিজিএমইএ’র সভাপতি মো. জসিমউদ্দীনের সভাপতিত্বে সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি ফেরদৌস ওয়াহেদ, জসিম আহমেদ, কাজী আনোয়ারুল হক, সহ সভাপতি কেএম ইকবাল হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, মার্চ ২২, ২০১৭
এএম/এএসআর

** কেমিক্যাল-প্লাস্টিক কারখানায় অভিযান বন্ধের দাবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।