ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ময়মনসিংহে বেড়েছে ৪২ হাজার নতুন করদাতা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৭
ময়মনসিংহে বেড়েছে ৪২ হাজার নতুন করদাতা ব্রিফিংয়ে ময়মনসিংহ কর অঞ্চলের কর কমিশনার জিএম আবুল কালাম কায়কোবাদ

ময়মনসিংহ: ময়মনসিংহ বিভাগে মাত্র ১০ মাসে ৪২ হাজার ৭শ’ ৭৬ জন নতুন করদাতা বেড়েছে বলে জানিয়েছেন ময়মনসিংহ কর অঞ্চলের কর কমিশনার জিএম আবুল কালাম কায়কোবাদ।

তিনি বলেন, গত বছরের ৩০ জুন পর্যন্ত এ কর অঞ্চলে করদাতা ছিলেন ৬৪ হাজার ৯শ’ ৬ জন। মঙ্গলবার  (১১ এপ্রিল) পর্যন্ত ময়মনসিংহ বিভাগে করদাতার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৭ হাজার ৬’শ ৮২ জন।

মঙ্গলবার বিকেল ৫টায় নিজস্ব কার্যালয়ে বৃহস্পতিবারের (১৩ এপ্রিল) রাজস্ব হালখাতা উপলক্ষে প্রেস ব্রিফিয়ে এসব তথ্য জানান তিনি।
 
জিএম আবুল কালাম কায়কোবাদ জানান, বাংলা নববর্ষ ও চৈত্র সংক্রান্তি উপলক্ষে বৃহস্পতিবার সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত নিজস্ব কার্যালয়ে এ হালখাতা অনুষ্ঠিত হবে। ‘বকেয়া কর আদায় নয়, পরিশোধ’ শ্লোগানে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে করদাতাদের উদ্বুদ্ধ করতেই এ আয়োজন।

ব্রিফিয়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত কর কমিশনার মো. ফজলুর রহমান, যুগ্ম কর কমিশনার শেখ শামীম বুলবুল, সহকারী কর কমিশনার সৌমিত্র চক্রবর্তী ও ফিরোজা আক্তার।     

বাংলাদেশ সময় ২১১৫ ঘন্টা, এপ্রিল ১১, ২০১৭
এমএএএম/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।