ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ইলিশের আমদানি বাড়ার অপেক্ষায় মৎস্য ব্যবসায়ীরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫০ ঘণ্টা, মে ১, ২০১৭
ইলিশের আমদানি বাড়ার অপেক্ষায় মৎস্য ব্যবসায়ীরা বরিশাল নগরের পোর্টরোডস্থ বেসরকারি মৎস্য অবতরণ কেন্দ্র

বরিশাল: ইলিশ মাছের উৎপাদন বৃদ্ধিতে পদ্মা মেঘনাসহ দক্ষিণের বিভিন্ন নদীতে ইলিশ মাছ শিকারের ওপর সরকারি নিষেধাজ্ঞা শেষ হয়ে গেছে।

মার্চ ও এপ্রিল এই দু’মাসের নিষেধাজ্ঞা শেষে ৩০ এপ্রিল (রোববার) রাত ১২টার পর থেকেই নিষেধাজ্ঞার আওতাধীন অঞ্চলে জেলেরা মাছ শিকারে নদীতে নেমে পড়েছেন।

রাত ১২টার পর থেকে সোমবার (০১ মে) দুপুর পর্যন্ত বেশিরভাগ জেলেই নদীতে নেমে গেছেন।

যারা রাতে নেমেছেন তাদের মাছ সকাল থেকেই স্থানীয় বাজার বা অবতরণ কেন্দ্রে আসতে শুরু করেছে। দুপুরে বরিশাল নগরের পোর্টরোডস্থ বেসরকারি মৎস্য অবতরণ কেন্দ্রটিতে ঘুরে এ চিত্র দেখা যায়।

পোর্টরোডের মৎস ব্যবসায়ী শাহাবউদ্দিন বাংলানিউজকে জানান, প্রতিদিনের মতো সকালে বাজারে ইলিশসহ বিভিন্ন ধরনের মাছ এসেছে। তবে নিষেধাজ্ঞা শেষে যে ধরনের ইলিশ আশা করা হয়েছিলো তার মুখ দেখা যাচ্ছে না। দেশের দক্ষিণাঞ্চলের নদীর মাছের চাপ বাড়তে আরও ২-১ দিন সময় লাগবে, এমনকি বৃষ্টি পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।
বরিশাল নগরের পোর্টরোডস্থ বেসরকারি মৎস্য অবতরণ কেন্দ্র
তিনি বলেন, পহেলা বৈশাখের পর ধীরে ধীরে ইলিশের দাম কমছে। সমনের দিকে যতো বেশি ইলিশ ধরা পড়বে দাদ ততো কমবে।

পাইকারি বাজারে ৪শ’ গ্রাম ওজনের নীচের ইলিশ মণ প্রতি বিক্রি হেয়েছে ১৮ হাজার টাকায়, ৫শ’ গ্রাম পর্যন্ত ইলিশের মণ রয়েছে ২৮ হাজার টাকা, ৫শ’ থেকে ৯শ’ গ্রাম ওজনের ইলিশের দাম মণ প্রতি বিক্রি হয়েছে ৪২ হাজার টাকা, এক কেজি ইলিশের মণ ৫৬ হাজার টাকা ও এক কেজি ২শ’ গ্রাম ইলিশ মণ প্রতি বিক্রি হয়েছে ৭২ হাজার টাকা করে।

এদিকে মে দিবসেও পোর্টরোডের মাছের আড়ত, বরফকল কেন্দ্রিক যেমন ছিলো ক্রেতা বিক্রেতাদের উপস্থিতি, তেমনি শ্রমিক ও আড়তদাররাও পার করেছেন ব্যস্ত সময়।

শ্রমিকরা জানান, কাজ করলে আয় হয়, দিবস পালন করে নয়। আর মাছের বাজার পুরোপুরি চাঙা না হওয়ায় এখন কাজের চাপ কম এ অবস্থায় আয়ও কম। তাই একদিন আড়তে না আসলে পরের দিনে চলতে ফিরতে অনেক সমস্যা হয়ে যায়।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, মে ০১, ২০১৭
এমএস/জিপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।