ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

১৫ শতাংশ ভ্যাটে আবাসন খাত ‘কলাপস’ করবে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৫ ঘণ্টা, মে ৭, ২০১৭
১৫ শতাংশ ভ্যাটে আবাসন খাত ‘কলাপস’ করবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন/ছবি: কাশেম হারুন

ঢাকা: নতুন আইনে ঢালাওভাবে ১৫ শতাংশ ভ্যাট আরোপ করা হলে আবাসন খাত কলাপস করবে বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। পাশাপাশি আবাসন খাতে সুদের হার কমিয়ে আনার পক্ষেও মত দিয়েছেন তিনি।

রোববার (০৭ মে) ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে ‘জাতীয় অর্থনীতিতে আবাসন খাত’ শীর্ষক গোল টেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন মন্ত্রী মোশাররফর হোসেন।
 
গোল টেবিল আলোচনায় ব্যবসায়ীরা আবাসন খাতেও ১৫ শতাংশ ভ্যাটের বিরোধীতা করে তা প্রত্যাহারের দাবি জানান।

গৃহায়ন মন্ত্রী ১৫ শতাংশ ভ্যাটের বিরুদ্ধেই বক্তব্য দেন।  
 
‘আমি বলতে চাই, রিয়েল এস্টেট ব্যবসাকে যদি ধরে রাখতে হয়, তাহলে এখন যে ১৫ শতাংশ ভ্যাট, তা কমাতে হবে। যদি ঢালাওভাবে ১৫ শতাংশ দেন তাহলে সব গুটিয়ে আবাসন ব্যবসা বন্ধ করে দিতে হবে। আমার মনে হয় না, যে যারা ডেভলপিং কান্ট্রি, এ ১৫ শতাংশ ভ্যাট এভাবে দেওয়া…। ’
 
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে মন্ত্রী বলেন, অর্থ প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতেছি, অর্থমন্ত্রীকেও বলা হয়েছে, বাজেট বক্তৃতায় ওপেনলি বলব।
 
‘ট্যাক্সের আওতা না বাড়িয়ে ১২ লাখ লোকের কাছে ট্যাক্স নেবেন, আর সবাইকে ফ্রি করে দেবেন, এই ১৬ কোটি মানুষের মধ্যে এটা হতে পারে না। এখানে ১৬ কোটি মানুষের মধ্যে অন্তত আট কোটি লোকের ব্যবসায়িক ক্ষমতা আছে, তারা দিতে পারবে। এনবিআর যদি ফ্রেন্ডলি হয়, বন্ধুসুলভ ব্যবহার করে যদি গ্রামে-গঞ্জে যায় এবং প্রত্যেকের ট্যাক্স আদায় করে তাহলে সবাই ট্যাক্স দেবে। কেন দেবে না?’
 
মন্ত্রী আরও বলেন, এখন যদি আপনি এক মুরগিকে বার বার জবাই করেন, সে মুরগির অবস্থা কী হবে বলেন?
 
এসময় আবাসন খাতে সুদের হার কমানোর উপর আবারও জোর দেন মন্ত্রী।

পৃথিবীর প্রত্যেক দেশে আবাসনকে প্রাধান্য দেওয়া হয়েছে জানিয়ে গৃহায়ন মন্ত্রী বলেন, আমাদের প্রধানমন্ত্রীও দিচ্ছেন। আমি প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করব, যাতে একটা সিঙ্গেল ডিজিটে এনে…।
 
‘বিদেশে প্রত্যেক জায়গায় ৩ শতাংশের উপরে নাই, ৩০ বছর ধরে দেয়। তো আমরা কেন দিতে পারব না, হোয়াই নট? এখন সোনালী ব্যাংকে ৫ শতাংশ চলে এসেছে। আমরা কেন ৩ শতাংশ করে দিতে পারব না?’
  
আবাসন খাতের ব্যবসায়ী নেতারা এবং নগর পরিকল্পনাবিদরাও আলোচনায় এতে অংশ নেন।  
 
বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, মে ০৭, ২০১৭
এমআইএইচ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।