ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আর্থিক খাতে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্তে উদ্বিগ্ন টিআইবি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, মে ৯, ২০১৭
আর্থিক খাতে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্তে উদ্বিগ্ন টিআইবি

ঢাকা: বাংলাদেশের ব্যাংক ও আর্থিক খাতে সুশাসনের অবক্ষয় ও লাগামহীন জালিয়াতির পরিপ্রেক্ষিতে এ খাতে সরকারের সাম্প্রতিক একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

এডহক সিদ্ধান্তের প্রবণতা পরিহার করে সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞ, স্বাধীন ও নিরপেক্ষ ব্যক্তি ও প্রতিষ্ঠানের সমন্বয়ে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে অগ্রসর হওয়ার জন্য সরকারের প্রতি টিআইবি আহ্বান জানিয়েছে।

মঙ্গলবার (০৯ মে) এক বিবৃতিতে টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, সম্প্রতি দেশ থেকে উদ্বেগজনক হারে অর্থ পাচারের তথ্য প্রকাশ হওয়ার পর বাংলাদেশ ব্যাংকের পরামর্শ উপেক্ষা করে ব্যক্তি খাতের তিনটি প্রতিষ্ঠানকে বিদেশে বিনিয়োগের সুযোগ দিতে ব্যাংকিং বিভাগের অতি আগ্রহে টিআইবি উদ্বিগ্ন।

 
 
পাশাপাশি মোবাইল ব্যাংকিং-এর অপব্যবহার করে বৈদেশিক মুদ্রার প্রবাহ উল্লেখযোগ্য হারে হ্রাস পাওয়া রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা এবং কোম্পানি আইন সংশোধন করে বেসরকারি ব্যাংকিং খাতে পরিবারতন্ত্র প্রতিষ্ঠায় সরকারের উদ্যোগে ব্যাংকিং ও আর্থিক খাত জবাবদিহিহীন ও অভিভাবক-শূন্য হওয়ার ঝুঁকি সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, ব্যাংকিং খাতে ক্ষমতার অপব্যবহার ও অনিয়ন্ত্রিত ঋণ খেলাপ, জালিয়াতি ও দুর্নীতির কারণে জনগণের আমানতের অর্থ ঝুঁকির সম্মুখীন। অন্যদিকে এ খাতে সুশাসনের অবক্ষয়ের জন্য দায়ী বিশেষ মহলের কাছে সরকারের জিম্মি অবস্থা অর্থনীতির জন্য অশনি সংকেত।  

বাংলাদেশি ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের প্রয়োজনীয় আইনি ও নীতিকাঠামো এবং পরিবীক্ষণ ব্যবস্থার অনুপস্থিতিতে এডহক ভিত্তিতে এরূপ সুযোগ সৃষ্টি করার ফলে বিদেশে অবৈধ অর্থপাচার আরো বেড়ে যাওয়ার ঝুঁকি সৃষ্টি করতে পারে বলে টিআইবি বিশ্লেষণে উঠে এসেছে।
 
বেসরকারি ব্যাংকের পরিচালনা পর্ষদের প্রস্তাবিত সংস্কারের মাধ্যমে এ খাতে পরিবারতন্ত্রের প্রাতিষ্ঠানিকীকরণের সম্ভাব্য প্রভাব বিশ্লেষণ না করে এরূপ আইনি সংশোধন অদূরদর্শীতার নামান্তর। টিআইবি এ সংক্রান্ত সিদ্ধান্ত কার্যকর করার আগে প্রস্তাবিত বিশেষজ্ঞ কমিটির পরামর্শ অনুযায়ী এগিয়ে যেতে আহ্বান জানায়।  

একইসঙ্গে টিআইবি পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের সমন্বিত প্রয়াস এবং  জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তি নিশ্চিতের দাবি জানায়।
বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, মে ১০, ২০১৭
এসই/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।