ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বিদেশে বিনিয়োগ বিষয়ে বিস্তারিত প্রস্তাবনা চেয়েছে সরকার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৪ ঘণ্টা, মে ১৪, ২০১৭
বিদেশে বিনিয়োগ বিষয়ে বিস্তারিত প্রস্তাবনা চেয়েছে সরকার

ঢাকা: দেশের তিন বড় কোম্পানির বিদেশে বিনিয়োগের প্রস্তাবের অনুমোদন দেয়নি সরকার। তবে কোম্পানিগুলোকে বিস্তারিত প্রস্তাব দিতে বলা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

রোববার (১৪ মে) বিকালে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

অর্থমন্ত্রী বলেন, ‘এ সংক্রান্ত কোনো নীতিমালা দেশে নেই।

তাই তাদের প্রস্তাবনা বিস্তারিতভাবে দিতে বলা হয়েছে। সেগুলো পেলে আমরা তা কেস টু কেস দেখে সিদ্ধান্ত নেবো। এর আগে এ সম্পর্কে আর কিছু বলা যাবে না’।

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সাংবাদিকদের বলেন, ‘আমরা এ সংক্রান্ত গাইডলাইন তৈরির কথা ভাবছি। এ নিয়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গেও কথা হয়েছে’।

এর আগে ব্যাংকিং ডিভিশনের সচিব আন্ত:মন্ত্রণালয়ের বৈঠকে জানিয়েছিলেন, বিদেশে বিনিয়োগের মতো সামর্থ্য বাংলাদেশের কিছু কোম্পানি অর্জন করেছে। তাদেরকে বিদেশে বিনিয়োগের সুযোগ দেওয়া উচিত। কিন্তু বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে খুবই কঠোর।
 
দীর্ঘদিন ধরে ব্যবসায়ীরা বিদেশে বিনিয়োগের সুযোগ দাবি করছেন। সংশ্লিষ্টদের মতে, বিদেশে বিনিয়োগের সুযোগ না থাকায় প্রতি বছর হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে।
 
মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, তিন কোম্পানির প্রস্তাবনা ফিরিয়ে দেওয়া মানে বলা যাবে না যে, তা বাতিল হয়েছে। আজকের বৈঠক তাদের কাছে বিশদ পরিকল্পনা চেয়েছে। তারা কোন পদ্ধতিতে বিনিয়োগ করতে চায়, বিনিয়োগ করা টাকা কিভাবে নিয়ে যাওয়া হবে, তা আবার কিভাবে ফিরবে, আদৌ ফিরবে কি-না, দেশের জন্য তা কতোটা ভায়াবেল, দেশের কর্মসংস্থানে তা কতোটুকু অবদান রাখবে, কোম্পানির বিনিয়োগ পলিসি কি ইত্যাদি জানতে চাওয়া হয়েছে।
 
তিনি বলেন, কোম্পানিগুলো এ বিশদ পরিকল্পনা জানালে কেস টু কেস তা বিবেচনা করা হবে। কারণ, এ বিষয়ে কোনো গাইডলাইন এখনো তৈরি হয়নি।
 
নিটল নিলয় গ্রুপ, আকিজ গ্রুপ ও হামীম গ্রুপ মোট তিন কোটি ৭০ লাখ ৪৪ হাজার ইউএস ডলার বিদেশে বিনিয়োগের অনুমতি চায়। বাংলাদেশি মুদ্রায়  যা প্রায় ৩০০ কোটি টাকা।
 
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মূল্যায়ন হচ্ছে, বিদেশে বিনিয়োগের সুযোগ দেওয়া হলে বেশ কিছু ক্ষেত্রে দেশ উপকৃত হবে। তবে আন্তর্জাতিক অর্থনীতির মন্দা, প্রবাসী আয় কমে যাওয়া এবং রফতানি আয়ের শ্লথগতি দেশের বৈদেশিক মুদ্রার মজুদের ওপর চাপ ফেলতে পারে। এ অবস্থায় বিদেশে বিনিয়োগের ক্ষেত্রে সরকারের বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত।
 
দেশীয় এ তিন কোম্পানির বিদেশে বিনিয়োগের এ প্রস্তাব পরবর্তী অনুমতির জন্য অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির কাছে পাঠায়।
 
এ প্রস্তাবনায় বলা হয়েছে, আকিজ জুট মিলস মালয়েশিয়ায় দু’টি কোম্পানি অধিগ্রহণের জন্য দুই কোটি ডলার বিদেশে নিতে চায়। হা-মীম গ্রুপ হাইতিতে গার্মেন্টস ফ্যাক্টরি করতে এক কোটি ৪৪ হাজার ডলার নিতে চায়। এছাড়া নিটল-নিলয় গ্রুপ গাম্বিয়ায় ব্যাংক স্থাপনের জন্য ৭০ লাখ ডলার বিনিয়োগ করতে চায়। বিষয়টি অর্থমন্ত্রীর কাছে পেশ করা হলে তিনি এ বিষয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির জন্য সার-সংক্ষেপ উপস্থাপনের নির্দেশনা দেন।
 
বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, মে ১৪, ২০১৭
আরএম/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।