ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বৈষম্যমূলক শুল্কনীতির প্রতিবাদে যশোরে থালা নিয়ে অনশন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪০ ঘণ্টা, মে ১৮, ২০১৭
বৈষম্যমূলক শুল্কনীতির প্রতিবাদে যশোরে থালা নিয়ে অনশন যথোরে বিড়ি শ্রমিকদের বিক্ষোভ

ঢাকা: বৈষম্যমূলক শুল্কনীতির প্রতিবাদে বৃহস্পতিবার (১৮ মে) সকালে যশোর কাস্টমস অফিসের সামনে বিড়ি শ্রমিকরা থালা নিয়ে প্রতীকী অনশন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। এ সময় অর্থমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ জানান তারা।

শ্রমিকরা এক ঘণ্টারও বেশি সময় ধরে কাস্টমস অফিসের সামনে অবস্থান করেন। এ সময় জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবর রহমানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা আটকা পড়েন।

পরে এনবিআর চেয়ারম্যানের পক্ষে স্থানীয় কর কমিশনারের আশ্বাসে অবস্থান কর্মসূচি তুলে নেয়া হয়।

কর্মসূচিতে বক্তব্য রাখেন- বিড়ি শ্রমিক ফেডারেশনের দক্ষিণাঞ্চলের আহবায়ক মো. ফজলুর রহমান, ঝিকর গাছা যশোরের শ্রমিকলীগ সভাপতি মো. আব্দুল হাই, নাভারনের শ্রমিকনেতা সাইফুল ইসলাম, শ্রমিক নেতা মাসুদ রানা, মায়া খাতুন ও আলেয়া খাতুন।

বক্তারা ২০১৭-২০১৮ অর্থবছরের বাজেটে বিড়ির ওপর অতিরিক্ত কর আরোপ না করার আহবান জানান।

অর্থমন্ত্রী বহুজাতিক সিগারেট কোম্পানির স্বার্থ রক্ষা করলেন বলেও অভিযোগ করেন তারা। বিজ্ঞপ্তি

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, মে ১৮, ২০১৮
জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।