ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

একটি বাড়ি একটি খামার প্রকল্পের কার্যালয় উপজেলা পরিষদে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৬ ঘণ্টা, মে ২২, ২০১৭
একটি বাড়ি একটি খামার প্রকল্পের কার্যালয় উপজেলা পরিষদে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান

ঢাকা: উপজেলা পরিষদ কমপ্লেক্সের অভ্যন্তরে ‘একটি বাড়ি একটি খামার প্রকল্প’র নিজস্ব কার্যালয় স্থাপনের জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
 
 

প্রকল্পের জন্য উপজেলা পরিষদের জমি ব্যবহারের বিষয়ে সোমবার (২২ মে) সচিবালয়ে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ এবং স্থানীয় সরকার বিভাগের মধ্যে এ সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এবং বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গা।


 
পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সম্মেলন কক্ষে স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ভারপ্রাপ্ত সচিব মাফরূহা সুলতানা নিজ নিজ বিভাগের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন।
 
মন্ত্রী বলেন, একটি বাড়ি একটি খামার প্রকল্প দারিদ্র্য বিমোচনের মাধ্যমে গ্রামীণ জনগণের ভাগ্যোন্নয়নে কাজ করে যাচ্ছে। প্রকল্পটি প্রতিটি উপজেলায় স্থায়ী কার্যালয় পাওয়ার মাধ্যমে দারিদ্র্য বিমোচনে পূর্ণাঙ্গ প্রাতিষ্ঠানিক রূপ পেলো।
 
রাষ্ট্রীয় এ কর্মদ্যোগের সঙ্গে উপজেলা পর্যায়ের সব জনপ্রতিনিধি এবং সরকারি কর্মকর্তারা সংশ্লিষ্ট জানিয়ে মন্ত্রী বলেন, দেশব্যাপী কর্মসূচি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রতি উপজেলা পরিষদের ক্যাম্পাসে একটি করে পাকা অফিস ভবন নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়।
 
চুক্তি অনুযায়ী উপজেলা পরিষদের নিজস্ব ক্যাম্পাসে একটি বাড়ি একটি খামার এবং পল্লী সঞ্চয় ব্যাংকের কার্যক্রম পরিচালনার জন্য এক হাজার বর্গফুট জায়গা স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগকে বরাদ্দ দেবে। যেখানে প্রকল্প এবং ব্যাংকের নিজস্ব অর্থায়নে পাকা ভবন নির্মিত হবে।
 
প্রকল্পের তৃতীয় মেয়াদে (জুলাই ২০১৬ - জুন ২০২০ পর্যন্ত) ৬০ হাজার ৫১৫টি সমিতির আওতায় ৩৬ লাখ ৩১ হাজার সদস্যের লক্ষ্যমাত্রা বাস্তবায়নের লক্ষ্যে এ পর্যন্ত প্রায় ১৬ হাজার সমিতি গঠনের মাধ্যমে ছয় লাখ ৬৪ হাজার সদস্য অন্তর্ভুক্ত হয়েছে, যার নিজস্ব জমাকৃত সঞ্চয়ের পরিমাণ ১৮ কোটি ১৪ লাখ টাকা।
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিন্তাপ্রসূত পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের বাস্তবায়নাধীন ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্প দেশের ৬৪ জেলার ৪৯০ উপজেলার দরিদ্র মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করে যাচ্ছে বলে জানান মন্ত্রী।
 
তিনি বলেন, ক্ষুধা ও দারিদ্র্য বিমোচনের মধ্য দিয়ে আর্থ-সামাজিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলাই এ প্রকল্পের মূল লক্ষ্য। প্রকল্পের উন্নয়নমূলক এ কর্মকাণ্ড চলমান রাখার জন্য প্রতিষ্ঠিত হয়েছে পল্লী সঞ্চয় ব্যাংক, যা উপকারভোগী সদস্যদের মধ্যে সহজ শর্তে জামানতবিহীন ঋণ সুবিধা দেবে।
 
মন্ত্রী জানান, একটি বাড়ি একটি খামার প্রকল্পের দ্বিতীয় মেয়াদ (জুন ২০১৬ পর্যন্ত) ৪০ হাজার ২১৬টি গ্রাম উন্নয়ন সমিতি গঠনের মাধ্যমে প্রায় ২২ লাখ সদস্য পরিবারের সঙ্গে কার্যক্রম পরিচালনা করে আসছে, যার সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকা দরিদ্র মানুষের সংখ্যা এক কোটির বেশি।
 
সমিতির আওতাভুক্ত দরিদ্র সদস্যদের নিজস্ব সঞ্চয় জমা হয়েছে এক হাজার ৬০ কোটি টাকা এবং সঞ্চিত জমার সঙ্গে উৎসাহ বোনাস, ব্যাংক মুনাফা ও আবর্তক তহবিলসহ সর্বমোট তিন হাজার ১৮৫ কোটি টাকার একটি স্থায়ী পুঁজি গঠন করে দেওয়া হয়েছে। যা দিয়ে সদস্যরা নিজেরাই সমঝোতার ভিত্তিতে ঋণ কার্যক্রম পরিচালনা করছেন।
 
বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, মে ২২, ২০১৭
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।