ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সাতক্ষীরা জেলা পরিষদের ২৪ কোটি টাকার বাজেট ঘোষণা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৯ ঘণ্টা, জুন ২২, ২০১৭
সাতক্ষীরা জেলা পরিষদের ২৪ কোটি টাকার বাজেট ঘোষণা বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাতক্ষীরা: সাতক্ষীরা জেলা পরিষদের ২০১৭-২০১৮ অর্থবছরের ২৪ কোটি ৪১ লাখ ৫০ হাজার ৫১৮ টাকা ৬৪ পয়সার বাজেট ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২২জুন) দুপুরে জেলা পরিষদের সম্মেলন কক্ষে পরিষদের মাসিক সভায় জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম এ বাজেট ঘোষণা করেন।

এসময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এএনএম মঈনুল ইসলামসহ জেলা পরিষদের নব নির্বাচিত সদস্যরা উপস্থিত ছিলেন।

ঘোষিত বাজেটে সংস্থাপন খাতে ৫ কোটি ৯ লাখ ৩ হাজার টাকা, উন্নয়ন খাতে নিজস্ব তহবিল থেকে ২৯ লাখ ৪৬ হাজার টাকা ও সরকারি অনুদান থেকে ৯ কোটি ২৮ লাখ টাকা, বিবিধ খাতে ৪ কোটি ৮৭ লাখ ৩৬ হাজার ৫১৮ টাকা ব্যয় ও ৪ কোটি ৮৭ লাখ ৬৫ হাজার টাকা উদ্বৃত্ত ধরা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, জুন ২২, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।