শনিবার (১ জুলাই) বাজারে কেনা-বেচা শুরু হলে স্থানীয় ব্যবসায়ীরা বিষয়টি নিশ্চিত করেছেন।
নওগাঁ বেলকোন গ্রুপের কর্মকর্তা ওয়াহাব হোসেন বাংলানিউজকে জানান, ঈদের পর প্রতি ৫০ কেজির বস্তায় স্বর্ণা ও গুটি স্বর্ণা, বিআর-২৮ বা বিআর-২৯ জাতের মোটা চালের দর কমেছে ১০০ টাকা থেকে ১৫০ টাকা পর্যন্ত।
নওগাঁর চাল ব্যবসায়ী তৌফিকুল ইসলাম জানান, ঈদের পর-পরই বাজারে এলসির চাল ঢুকেছে। ফলে খুচরা বাজারে মোটা চালের চাহিদা পূরণে এলসির প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। তবে সরু চালের বাজার দর এখনও কমেনি।
জানা গেছে, সরু জাতের নাজিরশাইল বা মিনিকেট চাল এখনও ৫০ কেজির প্রতি বস্তা পাইকারিতে বিক্রি হচ্ছে ২ হাজার ৪০০ টাকা থেকে ২ হাজার ৫০০ টাকায়।
সরুচালের বাজার দর না কমলেও বৃদ্ধির সম্ভাবনা নেই বলেও জানান চাল ব্যবসায়ী তৌফিকুল ইসলাম বাবু।
বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ০১ জুলাই, ২০১৭
আরএ