ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাংলাদেশ স্বপ্নের যুগে প্রবেশ করেছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৯ ঘণ্টা, জুলাই ৩, ২০১৭
বাংলাদেশ স্বপ্নের যুগে প্রবেশ করেছে লাইসেন্স প্রদান অনুষ্ঠান

ঢাকা: “মানুষ স্বপ্ন দেখে ঘুমের মধ্যে, কিন্তু এখন আমরা যে স্বপ্ন দেখি তা আমাদের ঘুমাতে দেয় না। আমাদের যে সন্তানেরা দেশের বাইরে চাকরি করতো তারা দেশে ফিরে আসতে শুরু করেছে। অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার উদ্দ্যোগ দেশের বাইরে যারা চাকরি করতেন তাদের মধ্যে উৎসাহের সৃষ্টি করছে।”

সোমবার (৩ জুলাই) দুপুরে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক লাইসেন্স প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক (এসডিজি) আবুল কালাম আজাদ।

বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে কাজ করার আহ্বান জানিয়ে আবুল কালাম আজাদ বলেন, প্রধানমন্ত্রী তার দক্ষ নেতৃত্বের মাধ্যমে দেশে ১০০টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করতে যাচ্ছেন।

কেউ কখনও কল্পনা করেছেন ১০০টি অর্থনৈতিক অঞ্চলের কথা!

অনুষ্ঠানে বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী প্রতিষ্ঠান নিটল-নিলয় গ্রুপের অধীনে কিশোরগঞ্জ ইকোনমিক জোনকে প্রি-কোয়ালিফিকেশন লাইসেন্স (প্রাক-যোগ্যতাপত্র) দেওয়া হয়।
 
জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশের অর্থনৈতিক উন্নয়ন তরান্বিত করতে আগামী ১৫ বছরের মধ্যে দেশে ১০০টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার জন্য কাজ করছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)। এছাড়া ১ কোটি লোকের কর্মসংস্থান সৃষ্টি, ২০৩০ সালের মধ্যে প্রতি বছর অতিরিক্ত ৪০ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি আয় এবং ২০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রত্যাশায় রয়েছে বেজা কর্তৃপক্ষ।

এরই অংশ হিসেবে সোমবার কিশোরগঞ্জ ইকোনমিক জোনকে এই লাইসেন্স প্রদান করেছে প্রতিষ্ঠনটি।

অনুষ্ঠানে বেজার নির্বাহী চেয়ারম্যান (সচিব) পবন চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিটল-নিলয় গ্রুপ ও কিশোরগঞ্জ ইকোনমিক জোনের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদ।

এছাড়া অনুষ্ঠানে বেজার নির্বাহী সদস্য ড. এম এমাদুল হক, মো. হারুন রশিদ, মোহাম্মেদ আইয়ুবসহ কিশোরগঞ্জ ইকোনমিক জোনের উদ্যোক্তাসহ সরকারের সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, জুলাই ০৩, ২০১৭
এসআইজে/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।