লক্ষ্যমাত্রার তুলনায় দেশে লবণ উৎপাদন কম হওয়ায় এ সিদ্ধান্ত। আনুষ্ঠানিকতা সম্পন্ন করে কয়েকদিনের মধ্যেই এ লবণ আদমানি করা হবে এবং শিগগিরই জারি করা হবে এ সংক্রান্ত এসআরও।
বুধবার (৫ জুলাই) বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ভোজ্য লবণের সরবরাহে ঘাটতি বা মূল্য যাতে না বাড়ে সেজন্য ভোক্তাদের স্বার্থে সরকার এ পদক্ষেপ নিয়েছে। সরকার নির্ধারিত আমদানিকারকরা এ লবণ আমদানি করতে পারবেন। আয়োডিনযুক্ত ভোজ্য লবণের উপযুক্ত মান নিশ্চিত করে বাজারজাত করতে হবে। একই পদ্ধতিতে গত বছর দুই দফায় মোট ২.৫ লাখ মেট্রিক টন ক্রুড লবণ আমদানি করে সরকার।
শিল্প মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, এ বছর দেশে লবণের চাহিদা ১৫.৭৬ লাখ মেট্রিকটন। এর বিপরীতে দেশে লবণ উৎপাদন হয়েছে ১৩.৬৪ লাখ মেট্রিকটন। ঘাটতি ২.১২ লাখ মেট্রিকটন। ঘুর্ণিঝড় মোরা ও টানা বৃষ্টির কারণে লবণ উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়েছে। সবদিক বিবেচনায় নিয়ে পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাণিজ্য মন্ত্রণালয় পাঁচ লাখ মেট্রিকটন ক্রুড লবণ আমদানির উদ্যোগ নিয়েছে।
বর্তমান আমদানি নীতিতে লবণ আদমানি নিষিদ্ধ। দেশের মানুষের প্রয়োজনে উল্লিখিত বিধান সাময়িকভাবে স্থগিত করে এ লবণ আমদানি করা হচ্ছে। দেশের চাহিদা অনুযায়ী উৎপাদনের জন্য লবণ চাষিদের সরকার সবসমই উৎসাহ দিয়ে আসছে। লবণ আমদানির ক্ষেত্রে দেশের লবণ উৎপাদনকারীদের স্বার্থ রক্ষা করা হবে।
বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, জুলাই ৫, ২০১৭
এসই/এএ