বৈঠকে অংশ নেওয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে থাই পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশে বিভিন্নখাতে বিনিয়োগের সুবিধাগুলো বর্ণনা করেন।
ওই কর্মকর্তা আরও জানান, দুই দেশের মধ্যে প্রায় ১০ পৃষ্ঠার একটি ইস্তেহার স্বাক্ষর হয়েছে। অচিরেই কূটনৈতিক পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই একে অন্যের দেশ সফর করতে পারবেন। এ নিয়ে শিগগিরই দুই দেশের মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর হবে।
রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত দুই দেশের মধ্যে এটি হচ্ছে সপ্তম যৌথ কমিশনের বৈঠক। ষষ্ঠ বৈঠকটি হয়েছিল আজ থেকে ১৯ বছর আগে ১৯৯৮ সালে।
এ বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ, কারিগরি সহযোগিতা, মানবপাচার প্রতিরোধ, যোগাযোগ, সামরিক, ক্রীড়া, সংস্কৃতি, পর্যটন এবং শ্রম খাত নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
ধাপে ধাপে এ সকল বিষয়ে চুক্তি স্বাক্ষরের ব্যাপারে বৈঠকে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী সম্মতি জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, ৬ জুলাই, ২০১৭
কেজেড/আরআই