ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রেমিট্যান্স প্রবাহ বাড়াতে ফি কমানোর ইঙ্গিত অর্থমন্ত্রীর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫০ ঘণ্টা, জুলাই ৮, ২০১৭
রেমিট্যান্স প্রবাহ বাড়াতে ফি কমানোর ইঙ্গিত অর্থমন্ত্রীর

সিলেট: দেশে রেমিট্যান্স প্রবাহ বাড়াতে আগামী মাস থেকে ফি কমানোর ইঙ্গিত দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
 
 

শনিবার (০৮ জুলাই) নগরীর নাইওরপুলে সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে নবনির্মিত ফোয়ারা উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রেমিট্যান্সের হার কমে যাওয়া প্রশ্নে এমন ইঙ্গিত দেন অর্থমন্ত্রী।

গত ছয় বছরের তুলনায় এ বছর রেমিট্যান্সের হার সবচেয়ে কমেছে।

আর গত বছরের তুলনায় এ বছর কমেছে ১৪ দশমিক ৪৬ শতাংশ।

তাই দেশে রেমিট্যান্স প্রবাহ বাড়াতে দ্রুতই ফি কমানোর কথা উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, বিদেশে প্রবাসীদের সেটেলম্যান্ট হয়ে যাওয়ার হার বেড়েছে। ফলে অনেকে দেশে কম রেমিট্যান্স পাঠাচ্ছেন।  

এক্ষেত্রে প্রবাসীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে অর্থমন্ত্রী বলেন, প্রবাসীদের রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে বেশি ফি দিতে হচ্ছে। তবে আমরা ফি কমিয়ে আনবো। এজন্য আগামী মাসেই ফি কমানোর উদ্যোগ নেওয়া হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী, জেলা প্রশাসক রাহাত আনোয়ার, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবিব, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান এ কে আবদুল মোমেন, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিনসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।  

বিকেল ৩টায় সিলেটের বিভিন্ন দফতরের কর্মকর্তাদের নিয়ে জেলা পরিষদে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে অর্থমন্ত্রীর।  

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৭
এনইউ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।