সোমবার (১০ জুলাই ) ফ্রাঙ্কো-জার্মান দূতাবাসে ‘পাট এবং সমন্বিত ঐতিহ্য এবং আবিষ্কার প্রকল্প’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর।
তিনি বলেন, পাট আমাদের ঐতিহ্য।
বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত সোফি অবের এবং জার্মানির রাষ্ট্রদূত ড. থমাস প্রিঞ্জ এই অনুষ্ঠানের আয়োজন করেন। জার্মানির রাষ্ট্রদূত বলেন, এটি রফতানিযোগ্য পণ্য। দামে সস্তা। এ ধরনের পণ্যের ইউরোপের বাজারে বেশ চাহিদা আছে।
জার্মানিতে পাটের প্রচুর চাহিদার কথা উল্লেখ করে তিনি বলেন, দামি গাড়ির আসনের জন্য এটি অচিরেই ব্যবহার করা হবে। কারণ এটি পরিবেশ বান্ধব।
উল্লেখ্য, ২০১৬ সালের মাঝামাঝি অলিয়াঁস ফ্রঁসেজে দো ঢাকা, গ্যেটে ইনস্টিটিউট বাংলাদেশ, অটবি এবং গোল্ড অব বেঙ্গলের সঙ্গে মিলে 'পাট এবং সমন্বিত ঐতিহ্য এবং আবিষ্কার' শীর্ষক একটি প্রতিযোগিতার আয়োজন করে।
স্থাপত্য ও চারুকলার শিক্ষার্থীরা এ বিষয়ে নকশা জমা দেয়। জমা দেয়া নকশা থেকে ৮টি নকশা বেছে নেওয়া হয়। তারপর নির্বাচিত নকশাকারীরা সাতদিনের কর্মশালায় অংশ নেন। এতে প্রশিক্ষক হিসেবে ছিলেন ফরাসী বিশেষজ্ঞ অটোয়া গ্রিপে। জুট ল্যাবের বিশেষজ্ঞ কয়েনটা মাতিয়াস এবং গোল্ড অফ বেঙ্গলের বিশেষজ্ঞ ক্লেম রোনোঁ।
কর্মশালাটি অলিয়াঁস ফ্রঁসেজে অনুষ্ঠিত হয়। এখানে নকশাগুলোকে বাস্তবে রূপ দেওয়ার কৌশল খুঁজে বের করা হয়। অংশগ্রহণকারী দুইভাগে ভাগ হয়ে দুটি প্রকল্পে কাজ করেন। তারা একটি আর্মচেয়ার এবং একটি সাইড টেবিল তৈরি করেন। অনুষ্ঠানে তরুণ নকশাকারীদের সনদ প্রদান করা হয়। সনদ পেয়েছেন বিএম তাহমিদুল কবীর, আনিসুল ইসলাম খান, জাকির আহমেদ, আনিন্দিয়া গৌরব, রেজওয়ানা রাকা সিদ্দিকা, ফারা জেরিন, রাকিবুজ জামান, ফাহিম হাসিব।
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, জুন ১০, ২০১৭
কেজেড/আরআই