ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রাজশাহীতে বিএসইসির উদ্যোক্তা সম্মেলন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৪ ঘণ্টা, জুলাই ২২, ২০১৭
রাজশাহীতে বিএসইসির উদ্যোক্তা সম্মেলন

রাজশাহী: রাজশাহীতে বিনিয়োগকারী ও উদ্যোক্তা সম্মেলন এবং বিনিয়োগ শিক্ষামেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ জুলাই) দিনব্যাপী সম্মেলন ও শিক্ষামেলা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) রাজশাহীর মুনলাইট কনভেনশন সেন্টারে এ মেলার আয়োজন করা হয়।

সকালে মেলার উদ্বোধন করেন বিএসইসির কমিশনার প্রফেসর হেলাল উদ্দিন নিজামী।

সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংস্থার পরিচালক রেজাউল করিম।

সম্মেলনে স্থায়ী বিনিয়োগকারী এবং উদ্যোক্তা ছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রাজশাহী কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। শিক্ষামেলায় ১০টি স্টল স্থান পায়।

সম্মেলনের দুটি সেশনে স্থানীয় বিনিয়োগকারী ও উদ্যোক্তাদের বিনিয়োগ, পুঁজিবাজার থেকে পুঁজি উত্তোলনের পদ্ধতি, উত্তেলিত পুঁজি শিল্পোন্নয়নে ব্যবহারসহ প্রাসঙ্গিক নানা ধারণা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জুলাই ২২, ২০১৭
এসএস/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।