আগে এর পরিমাণ ছিল আয়ের ৫০ দশমিক ৫০ শতাংশ। আর ব্যয় যাই হোক ১ কোটি ২০ লাখ টাকার বেশি ঋণ নেওয়ার সুযোগ ছিল না।
এ বিষয়ে নির্দেশনা দিয়ে রোববার (২৩ জুলাই) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ একটি প্রজ্ঞাপন জারি করে অনুমোদিত ডিলারদের কাছে পাঠিয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক এই মর্মে সিদ্ধান্ত নিয়েছে যে, এখন থেকে নন-রেসিডেন্ট (অনিবাসী) বাংলাদেশিরা আবাসন নির্মাণের জন্য ব্যাংক থেকে আরও বেশি ঋণ নিতে পারবেন।
বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যাংকগুলো প্রবাসীদের গৃহায়ন খাতে টাকায় ঋণ দেয়ার ক্ষেত্রে অনিবাসীর ঋণ অনুপাত হবে এখন ৭৫:২৫। আগে যা ছিল ৫০:৫০। ভোক্তা ঋণ নীতিমালার আলোকে এ ঋণ দিতে বলা হয়েছে। ঋণ নেওয়ার ক্ষেত্রে অন্যান্য শর্ত অপরিবর্তিত থাকবে।
বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭
এসই/এমজেএফ