সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যবস্থাপনা পরিচালক আহমেদ কামাল খান চৌধুরী আইএফসির দক্ষিণ এশিয়া অঞ্চলের ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশন গ্রুপের ব্যবস্থাপক আরিয়েন ডি লরিও’র সঙ্গে ঋণচুক্তি বিনিময় করেন।
সোমবার (৭ আগস্ট) ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই চুক্তির ফলে প্রাইম ব্যাংক আইএফসি থেকে প্রাপ্ত ৫০ মিলিয়ন ইউএস ডলার ঋণের মাধ্যমে বৈদেশিক বাণিজ্যের অর্থায়ন ও বাংলাদেশের রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকায় ঋণ কার্যক্রম পরিচালনা করবে।
এসময় প্রাইম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান, রাহেল আহমেদ, মো. তৌহিদুল আলম খান, সৈয়দ ফরিদুল ইসলাম ও আইডি বিভাগের প্রধান ইভিপি হাসানুল জাহেদ এবং আইএফসির দক্ষিণ এশিয়া অঞ্চলের ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশন গ্রুপের হাব লিডার হ্যান্স জে প্যারিস, সিনিয়র ইনভেস্টমেন্ট অফিসার এহসানুল আজিম, ইনভেস্টমেন্ট অফিসার তাহসিনা মোহসিন ও অ্যাসোসিয়েট ইনভেস্টমেন্ট অফিসার ফারজাদ সিদ্দিকীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৭
এসই/এএ ।