সোমবার (৭ আগস্ট) বিকেল ৫টার দিকে কেরানীগঞ্জের পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার পোর্টে আয়োজিত এক মতবিনিময় সভায় স্টেকহোল্ডারদের দাবির প্রেক্ষিতে তিনি এ কথা বলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরো বলেন, যেসব কন্টেইনার পানগাঁও পোর্টে আসবে সেসব পণ্য সরাসরি বহির্নোঙরে ফ্লোটিং টার্মিনালে আনলোড করে সেখান থেকে জাহাজে করে পানগাঁও পোর্টে আনা যাবে।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। তিনি বলেন, পানগাঁও পোর্ট সচল করতে হলে শুধু আমাদানিতে গুরুত্ব দিলেই হবে না। পাশাপাশি এ পোর্ট দিয়ে রপ্তানিও বাড়াতে হবে। এতে জাহাজ ভাড়া ও অন্যান্য খরচ কমে আসবে।
সভায় আরো বক্তব্য রাখেন- মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য নূরে আলম চৌধুরী, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায়, এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমোডর মোজাম্মেল হোসেন ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়াল অ্যাডমিরাল এম খালেদ ইকবাল প্রমুখ।
এসময় স্টেকহোল্ডাররা বলেন, আমরা চাই পানগাঁও পোর্ট সচল হোক। কিন্তু বিভিন্ন সমস্যার কারণে পণ্য আনা-নেয়া করতে আমরা পানগাঁও পোর্ট ব্যবহার করতে পারছি না। পণ্য লোড-আনলোডের জন্য এখানে পর্যাপ্ত ওয়েব্রিজ নেই। তাছাড়া ব্যাংকিং কার্যক্রম পরিচালনার জন্য এখানে রয়েছে শুধু সোনালী ব্যাংকের একটি শাখা। আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে পোর্টের আশেপাশে বিভিন্ন তফসিলি ব্যাংকের শাখা স্থাপন করা প্রয়োজন। এছাড়া শিপিং খরচ কমানোও জরুরি।
বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৭
এসআই