ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এনআরবি গ্লোবাল বিজনেস কনভেনশনের লোগো উন্মোচন বুধবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৭
এনআরবি গ্লোবাল বিজনেস কনভেনশনের লোগো উন্মোচন বুধবার ছবি সংগৃহীত

সিলেট: প্রবাসীদের দেশে বিনিয়োগে আকৃষ্ট করতে ও পর্যটন শিল্পের বিকাশে উদ্যোগ নিয়েছে সিলেট চেম্বার ও ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।

এ লক্ষে বুধবার (০৯ আগস্ট) চেম্বার অব কমার্স কনফারেন্স হলে এনআরবি গ্লোবাল বিজনেস কনভেনশন ২০১৭- এর লোগো উন্মোচন করা হবে।

এতে ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্স ও সিলেট চেম্বারের নেতারা উপস্থিত থাকবেন।

এছাড়া আগামী ২১ থেকে ২৭ অক্টোবর সপ্তাহব্যাপী এনআরবি’র আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। সিলেট নগরীর আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে আয়োজিত এ সম্মেলন ১৯টি দেশের প্রবাসীরা অংশ নেবেন বলে জানা গেছে।

প্রবাসীদেরকে দেশে বিনিয়োগে আকৃষ্টকরণের মাধ্যমে রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান স্থাপন, পর্যটন শিল্পের বিকাশ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিই এ সম্মেলনের মূল উদ্দেশ্য।

আন্তর্জাতিক এ সম্মেলনটি আয়োজনের জন্য সিলেট চেম্বারের সভাপতি খন্দকার সিপার আহমদ ও বৃটিশ-বাংলাদেশ চেম্বারের প্রেসিডেন্ট এনাম আলী এমবিই এফআরএসএ প্রশাসন, মিডিয়া, বিশিষ্ট ব্যক্তিবর্গসহ সবার সার্বিক সহযোগিতা কামনা করেছেন।  

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৭
এনইউ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।