ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এলিভেটেড এক্সপ্রেসওয়ে হবে বসুন্ধরা সিমেন্টে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৭
এলিভেটেড এক্সপ্রেসওয়ে হবে বসুন্ধরা সিমেন্টে সুমন শেখ-ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বসুন্ধরা সিমেন্ট ও ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোম্পানি লিমিটেডের(এফডিইই)মধ্যে সিমেন্ট সরবরাহ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ৮ জুলাই মঙ্গলবার রাত ৮টায় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি হয় রাজধানীর হোটেল ওয়েস্টিনে।
 

বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর এবং ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোম্পানি লিমিটেডের (এফডিইই) ব্যবস্থাপনা পরিচালক মুনচাই মুসিকাবাদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি অনুযায়ী বাংলাদেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে বসুন্ধরা সিমেন্ট ব্যবহার করা হবে।

দেশের সর্ববৃহৎ ও সর্বাধুনিক প্রযুক্তিতে (ভিআরএম) তৈরি বসুন্ধরা সিমেন্টের ফ্যাক্টরি পরিদর্শন, উৎপাদন ক্ষমতা, সরবরাহ ব্যবস্থা ও সর্বোপরি গুণগত মানের নিশ্চয়তা যাচাই সাপেক্ষে বসুন্ধরা সিমেন্ট বাংলাদেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে ব্যবহার করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় ।

এই প্রকল্পে সর্বমোট প্রায় ২.৫ লক্ষ মেট্রিক টনের অধিক সিমেন্ট ব্যবহৃত হবে। ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোম্পানি লিমিটেড(এফডিইই)আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নির্মাণ সংস্থা ইটালিয়ান-থাই ডেভলপমেন্ট কোম্পানির একটি অঙ্গ-প্রতিষ্ঠান।

এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশে ইটালিয়ান-থাই ডেভলপমেন্ট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক উইচেন রুণগ্রুজিরাতসহ অন্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের পক্ষে আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের সিনিয়র ডিএমডি বেলায়েত হোসেন,ডিএমডি সিমেন্ট সেক্টরের প্রকৌশলী এ.কে.এম. মাহবুব-উজ-জামান, সিএফও মো: তোফায়েল হোসেন, সিমেন্ট সেক্টরের বিক্রয় বিভাগের প্রধান খন্দকার কিংশুক হোসেন এবং বসুন্ধরা গ্রুপের বেশ ক’জন উর্ধ্বতন কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৭
এসএ/জেএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।