বুধবার (০৯ আগস্ট) দুপুরে আনুষ্ঠানিকভাবে সিলেট চেম্বার কনফারেন্স হলে সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী এ লোগো উন্মোচন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এ কে আবদুল মোমেন, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি খন্দকার সিপার আহমদ, ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এনাম আলী এমবিই ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিরা।
দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগে আয়োজিত সপ্তাহব্যাপী এ কনভেনশন আগামী ২১-২৭ অক্টোবর আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে। এতে বিশ্বের প্রায় ১৯টি দেশ থেকে প্রবাসী বাংলাদেশীরা অংশ নেবেন।
বক্তারা বলেন, প্রবাসীদের দেশে বিনিয়োগে আকৃষ্ট করতে রফতানিমুখী শিল্পপ্রতিষ্ঠান স্থাপন, পর্যটন শিল্পের বিকাশ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিই এ সম্মেলনের মূল উদ্দেশ্য।
বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৭
এনইউ/ওএইচ/