শুক্রবার (১১ আগষ্ট) সকালে সাভারের কাঁচাবাজার, পাইকারি বাজার ঘুরে দেখা গেলো দামের এই লাগামহীন ছুটে চলার দৃশ্য।
তবে বেশির ভাগ বিক্রেতাই দাম বাড়া নিয়ে সারা দেশে অতি বৃষ্টিপাত, পণ্যের জোগান কম থাকা এসবকেই কারণকেই দায়ী করেছেন।
লাল ডিম ৮০০ টাকা এবং সাদা ৭০০ টাকা করে প্রতি একশত পিসের দাম রয়েছে।
ইলিশ কেজি ৫০০ টাকা থেকে শুরু করে ১২০০ টাকা পর্যন্ত রয়েছে। চিংড়ি ৫০০ থেকে ৭০০ টাকা, পাঙ্গাস (তাজা) ২২০ এবং (মরা) ২০০, রুই ২৫০ থেকে ৩০০ টাকার মধ্যে রয়েছে।
এছাড়াও সাভারের আজকের বাজারে চালের দাম কেজি প্রতি ২৯-৪৮ টাকা, ২৮- ৪৫ টাকা, মিনিকেট-৫৫ টাকা, বাসমতি ১১০ টাকা, মোটা চাল (স্বর্ণা) ৪৫ টাকা। ডাল প্রতি কেজি মসুর ৭০ থেকে ১১০, মুগ ১২০, বুট ১০০, অ্যাংকার ৪০, ছোলা ১৮০ টাকা এবং খোলা আটা ২৪-২৫ টাকা দরে বিক্রি করা হচ্ছে বলে বাংলানিউজকে জানান মহিদুল ইসলাম নামের একজন পাইকারি বিক্রেতা।
সাভারে ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথের গার্ড মো. ফজলুল হক খানিকটা অভিযোগের সঙ্গে বলেন, ‘দাম চড়া, বৃষ্টি হইলে কথাই নেই, দাম তখন কেজিতে না বেড়ে পোয়াতে বেড়ে যায়। আমরা গরিব মানুষ, খাওয়া তো লাগবো! তাই কোনো রকম ক’টা নিয়ে পেট চালাই’।
** মাছ বেচে বাপ-মায়ের খাবার দেবে শিশু!
বাংলাদেশ সময়: ১০০১ ঘণ্টা, আগষ্ট ১১, ২০১৭
বিএস