ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

পেঁয়াজে আগুন, সপ্তাহান্তে দাম বেড়েছে দ্বিগুণ!

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৩ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৭
পেঁয়াজে আগুন, সপ্তাহান্তে দাম বেড়েছে দ্বিগুণ! বেড়েছে পেঁয়াজের দাম-ছবি-শাকিল আহমেদ

যাত্রাবাড়ি থ্রি স্টার সবজি বাজার থেকে: গত সপ্তাহে যে পেঁয়াজ ২৮ টাকায় বিক্রি হয়েছে বর্তমানে পাইকারি বাজারে তা ৫৫ টাকা এবং ২০ টাকার পেঁয়াজ ৪৮ টাকায় বিক্রি হচ্ছে। 

পাইকারি বাজার থেকে খুচরা বাজারে এসে পেঁয়াজের দাম ৬০ থেকে ৬৫ টাকায় ঠেকেছে। পেঁয়াজে ঝাঁঝ বেশি হলেও সহনীয় পর্যায়ে রয়েছে অন্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম।

শুক্রবার (১১ আগস্ট) সকালে যাত্রাবাড়ি থ্রি স্টার সবজি বাজারে পাইকারি ব্যবসায়ীরা এসব তথ্য জানান।

গত সপ্তাহে যে দেশি পেঁয়াজ ২৮ টাকা ছিল এখন তা ৫৫ টাকা। যে ইন্ডিয়ান পেঁয়াজ ২০ টাকা ছিল এখন সেটি ৪০ থেকে ৪৮ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া পাইকারি বাজারে দেশি রসুন ৬০ থেকে ৯০ টাকা, ইন্ডিয়ান রসুন ১শ’৫ টাকা, আদা দেশি ৭০ টাকা, চায়না ১শ’১০ টাকা, গোটা হলুদ ১শ’৪০ থেকে ১শ’৬০ টাকা, গুঁড়া হলুদ ও মরিচ ১শ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।  

 নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম অপরিবর্তিত-ছবি-শাকিল আহমেদ

আলু বর্তমানে প্রতি ৫ কেজি ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। যা প্রতি কেজি ১৬ টাকা। আটা, ময়দা, তেল, চিনি, ছোলাসহ অন্য দ্রব্যের দাম অপরিবর্তিত রয়েছে।  

পেঁয়াজের হঠাৎ দর বেড়ে যাওয়ার কারণ জানতে চাইলে বিডি বাণিজ্যালয়ের ব্যবসায়ী রুবেল হোসেন বাংলানিউজকে বলেন, পেঁয়াজের ইমপোর্ট কম হওয়ায় দর বেড়েছে। এখন বাজারে ইন্ডিয়ান পেঁয়াজ আসছে না।

আরেক পাইকারি বিক্রেতা আব্দুল জলিল বলেন, গত ১৫ দিন ধরে বাড়তি দামে পেঁয়াজ বিক্রি হচ্ছে। যে ইন্ডিয়ান পেঁয়াজ উৎপাদন হতো সেগুলো দীর্ঘদিন ঘরে রাখা যায় না। তাই সেগুলো কম দামে দ্রুত বিক্রি করতে হয়েছে। সেগুলো শেষ হয়ে আসায় এখন যোগান কম, চাহিদা বেশি। তাই দামও বাড়ছে।  

**লক্ষ্মীপুরে সবজির দাম বেড়েছে, কমেছে মাছের
বাংলাদেশ সময়: ১২০৩ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৭
এএম/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।