ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

অতি বৃষ্টির কারণে বাড়ছে সবজির দাম

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৭ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৭
অতি বৃষ্টির কারণে বাড়ছে সবজির দাম মিরপুরে সবজি বিক্রি করছেন ব্যবসায়ীরা- ছবি: জিএম মুজিবুর

মিরপুর কাঁচাবাজার থেকে: সকালে এক কেজি কাঁচামরিচ ৬০ টাকায় বিক্রি করলেও বৃষ্টি আসার সঙ্গে সঙ্গেই সে মরিচ বিক্রি করছি ৮০ থেকে ১০০ টাকায়।

মিরপুর ১ নম্বর কাঁচাবাজারে সবজির দাম নিয়ে এভাবেই কথা বলেন ব্যবসায়ী মো. বাদল।

শুধু কাঁচামরিচ নয় বেগুন, পটল, ধুন্দুল, বরবটি, করলা, কাকরল সবই কেজিতে বেড়েছে ১০ থেকে ২০ টাকা।

 

মিরপুর কাঁচাবাজারে এক পাল্লা (৫ কেজি) কাঁচামরিচ ৩৫০ থেকে  ৫০০ বিক্রি টাকায়, আর বেগুন মান ভেদে ২৫০ থেকে ২৬০ টাকা পাল্লা, করলা ২৬০, শিম সাদা ৭৫ টাকা কেজি আর লাল সিম ৬৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এই বাজারে মুলা ৫ কেজি বিক্রি হচ্ছে  ১৮০ টাকায়। আলু ৮৫ থেকে ৯০ টাকা পাল্লা। পেঁয়াজ দেশি ৫ কেজি  ২৬০ টাকা আর ইন্ডিয়ান ২৫০ টাকা।

সবজি বিক্রেতা মো. আরিফ মিয়া বলেন, এবার বেশি বৃষ্টিপাত হওয়ায় প্রতিটি সবজির দাম চড়া। অন্য বছর এই সময়ে ১৫ টাকা কেজি ধরে বেগুন বিক্রি করলেও এবার বিক্রি করছি ৫০ থেকে  ৫২ টাকায়। বৃষ্টি বেশি হওয়াতে খেতেই  পচে যাচ্ছে পটল, ঝিঙা, ধুন্দুল। আর বেগুনে পোকা দেখা দিচ্ছে ফলে দাম বাড়তি।

বাংলাদেশ সময়: ১২৪১ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৭
এসএম/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।