ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ফের বাড়লো স্বর্ণের দাম   

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৭
ফের বাড়লো স্বর্ণের দাম    ফাইল ফটো

ঢাকা: ১৫ দিনের ব্যবধানে আবারও বেড়েছে স্বর্ণের দাম। এবার ভরি প্রতি দেড় হাজার টাকা বাড়ানো হয়েছে। এর আগে গত ২৭ জুলাই থেকে  বাড়তি দামে বিক্রি হচ্ছিল নারীদের সাজগোজের এই অনুষঙ্গটি। তবে অপরিবর্তিত রয়েছে রূপার দাম।

রোববার (১৩ আগস্ট) থেকে নতুন দামে বিক্রি হবে বলে শনিবার (১২ আগস্ট) জানিয়েছে বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস)।  

সমিতির সভাপতি দিলীপ কুমার আগরওয়ালার সই করা এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন মূল্যে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ৪৮ হাজার ৬৩৯ টাকায়।

 

শনিবার পর্যন্ত ২২ ক্যারেটের প্রতি ভরির স্বর্ণের দাম রয়েছে  ৪৭ হাজার ১২২ টাকা। প্রতি ভরিতে ১ হাজার ৫১৭ টাকা বেড়েছে।  
  
বর্তমানে ২১ ক্যারেটের স্বর্ণ ৪৫ হাজার ১৯৮ টাকায় বিক্রি হলেও নতুন মূল্য তালিকায় বিক্রি হবে ৪৬ হাজার ৪৮১ টাকা ভরি।  
 
১৮ ক্যারেটের স্বর্ণ ভরি প্রতি ১ হাজার ১৬৬ টাকা বেড়ে বিক্রি হবে ৪০ হাজার ৮২৪ টাকায়। শনিবার পর্যন্ত দাম রয়েছে ৩৯ হাজার ৬৫৮ টাকা।
 
আর সনাতন পদ্ধতির ভরিপ্রতি স্বর্ণ বিক্রি হবে ২৬ হাজার ২৪৪ টাকা। বর্তমান দাম ২৫ হাজার ৫৮৪ টাকা। প্রতি ভরিতে দাম বেড়েছে ৫৮৪ টাকা। অপরিবর্তিত দামে ১ হাজার ৫০ টাকায় বিক্রি হচ্ছে রূপা।  
 
বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৭
এসই/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।