ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আগামী অধিবেশনেই পাস হবে বস্ত্র আইন 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০২ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৭
আগামী অধিবেশনেই পাস হবে বস্ত্র আইন 

ঢাকা: সংসদের আগামী অধিবেশনেই জাতীয় বস্ত্র আইন পাস হচ্ছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। 

রোববার (২৭ আগস্ট) সচিবালয়ে বস্ত্রনীতি ২০১৭ এর উপদেষ্টা কমিটির ১ম সভায় তিনি এ তথ্য জানান।  

প্রতিমন্ত্রী বলেন, ৮০’র দশক থেকে বস্ত্র খাতের উপরই দেশের অর্থনীতি টিকে রয়েছে।

এ কারণে জাতীয় অর্থনীতির গুরুত্বপূর্ণ এ খাতকে আরও এগিয়ে নিতে আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।  

আইনটি পাস হলে বস্ত্রখাত সংশ্লিষ্ট সব সমস্যা দ্রুত সমাধান হবে বলেও জানান মির্জা আজম।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৭
আরএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।