ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

ব্যবসাবান্ধব সময়সূচি: যতক্ষণ ক্রেতা ততক্ষণ বিপণিবিতান খোলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৫ ঘণ্টা, আগস্ট ২২, ২০১০
ব্যবসাবান্ধব সময়সূচি: যতক্ষণ ক্রেতা ততক্ষণ বিপণিবিতান খোলা

ঢাকা: পনের রোজার পর থেকে যতক্ষণ ক্রেতারা বিপণিবিতানে থাকবেন ততক্ষণই সারাদেশে বিপণিবিতান ও দোকান খোলা রাখা যাবে।

রোববার দুপুরে রাজধানীর আব্দুল গণি রোডের বিদ্যুৎ ভবনে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) ও বাংলাদেশ দোকান মালিক সমিতির যৌথ সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।



এতে বলা হয়, পনের রোজার পর রাতে ক্রেতা থাকা পর্যন্ত এসব দোকান-পাট খোলা রাখা যাবে। তবে এ সময় দোকানে থাকা বাতির অর্ধেক নিভিয়ে রাখতে হবে। কোনো এসি চালু রাখা যাবে না।   সেইসঙ্গে জ্বালানো যাবে না মার্কারি বাতি।

ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক এ কে ফরিদুল হক ও সমিতির সভাপতি আমীর হোসেন খান এসব তথ্য জানান।

ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক এ কে ফরিদুল হক বলেন, ‘দোকান মালিক সমিতি আমাদের সঙ্গে একমত হয়েছে যে যতদূর সম্ভব বিদ্যুৎ সাশ্রয় করতে হবে। তারা আমাদের কথা দিয়েছে পিক আওয়ারে সব বিপণিবিতানের এসি বন্ধ রাখা হবে। বিদ্যুতের ব্যবহার সীমিত করবেন। ’

এসব বিষয় তদারকি করতে ডিপিডিসি ও দোকান মালিক সমিতির যৌথ তদারকি দল কাজ করবে বলে জানান তিনি।

দোকান মালিক সমিতির সভাপতি আমীর হোসেন খান বলেন, ‘আমরা সরকারের কাছে বিদ্যুৎ সাশ্রয়ে প্রতিশ্রুতিবন্ধ। ’

বাংলাদেশ সময়: ১৩৪৯ ঘণ্টা, আগস্ট ২২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।