ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

উত্তরায় ডেইলি শপিংয়ের শোরুম চালু

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৭
উত্তরায় ডেইলি শপিংয়ের শোরুম চালু উত্তরায় ডেইলি শপিংয়ের শোরুম/ছবি: ছবি: সংগৃহিত

ঢাকা: নিত্যপ্রয়োজনীয় গৃহস্থালি পণ্য সাশ্রয়ী মূল্যে সরবরাহ করতে রাজধানীর উত্তরায় আরো একটি শোরুম চালু করেছে প্রাণ-আরএফএল গ্রুপের রিটেইল চেইনশপ ‘ডেইলি শপিং’।

সম্প্রতি উত্তরায় ৬নম্বর সেক্টরের আলাউল সড়কে এ শোরুমটি উদ্বোধন করেন প্রাণের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা। শনিবার (০৯ সেপ্টেম্বর) প্রতিষ্ঠানটির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ক্রেতারা নতুন এ শোরুম থেকে চাল, ডাল, চিনি, দুধ, ঘি, মসলা, টয়লেট্রিজ পণ্য, শিশু খাদ্য, বেভারেজ, পার্সোনাল কেয়ার  ও প্লাস্টিক পণ্যসহ নিত্যপ্রয়োজনীয় সব ধরনের পণ্য কিনতে পারবেন।

ইলিয়াছ মৃধা বলেন, ডেইলি শপিংয়ে ক্রেতারা ন্যায্যমূল্যে পণ্য ক্রয়ের সুযোগ পাচ্ছেন। পাশাপাশি ফ্রি হোম ডেলিভারি ও ডেবিট-ক্রেডিট কার্ডের মাধ্যমে পণ্য ক্রয় ও মেম্বারশিপের ব্যবস্থা রয়েছে। এছাড়া ডেইলি শপিংয়ে রয়েছে নগদ মূল্যছাড় ও আকর্ষণীয় অফার।

এসময় আরও উপস্থিত ছিলেন- ডেইলি শপিংয়ের অ্যাসিসটেন্ট জেনারেল ম্যানেজার (অপারেশন) গালিব ফাররোখ বখত্, অ্যাসিসটেন্ট ব্র্যান্ড ম্যানেজার মিরাজ সরকার ও রিজিওনাল ম্যানেজার ফিরোজ আলম।

বর্তমানে মধ্যবাড্ডা, বনশ্রী, নিকুঞ্জ, মিরপুর, উত্তরা, মোহাম্মদপুর, শঙ্কর, ধানমন্ডি, বাসাবো, খিলগাঁও, মধুবাগসহ রাজধানীর বিভিন্ন স্থানে ডেইলি শপিংয়ের ৪৯টি শোরুম রয়েছে।     
 
বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৭
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।