তবে খুচরা ও পাইকারি বাজারে চালের দাম কিছুটা কমেছে। প্রতি কেজি চালে দুই টাকা হারে দাম কমার তথ্য পাওয়া গেছে।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুর, কারওয়ান বাজার, আগারগাঁও, তালতলা, শেওড়াপাড়া ঘুরে দেখা যায় এ চিত্র।
বাজার ঘুরে দেখা যায়, আলু প্রতি কেজি ২৫ থেকে ৩০ টাকা, দেশি পিঁয়াজ ৫০ টাকা, ভারতীয় পিঁয়াজ ৪০ টাকা, পটল ৫০ টাকা, বরবটি ৬০ টাকা, কাকরোল ৬০ টাকা, বেগুন ৬০ থেকে ৭০ টাকা, ঢেঁড়শ ৫০ থেকে ৬০ টাকা, শিম ১৩০ থেকে ১৪০ টাকা, শসা ৪০ টাকা, ধনে পাতা ১০০ টাকা, মিষ্টি কুমড়া ৫০ টাকা, মরিচ ১২০ টাকা, চিচিঙ্গা ৬০, লাউ প্রতি পিছ ৩০ থেকে ৫০ টাকা, পেঁপে ২০ টাকা, করল্লা ৬০ টাকা, টমেটো ১৪০ টাকা, ধুন্দুল ৪০ টাকা, মূলা ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।
এছাড়া লাল শাক প্রতি আঁটি ১৫ টাকা, ডাটা শাক ১৫ টাকা, কলমি শাক ১০ টাকা, পুঁইশাক ৩০ টাকা, পাট শাক ১০ টাকা, কচুশাক ৫ টাকা, লাউ শাক ১৫ টাকা ও শাপলা ৫ টাকা দরে বিক্রি হচ্ছে।
চালের বাজার ঘুরে দেখা যায়, মিনিকেট ৬৫ থেকে ৬৭ টাকা, বিআর-২৮ বিক্রি হচ্ছে ৫৬ থেকে ৫৮ টাকা, পোলাও চাল ৯৫ থেকে ১০০ টাকা কেজি প্রতি বিক্রি হচ্ছে। এছাড়া মসুর ডাল ১১০ থেকে ১২০ টাকা, সয়াবিন তেল ৯৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
কাওরান বাজারের সবজির পাইকারি ব্যবসায়ী রহমত উল্লাহ জানান, বিভিন্ন এলাকায় সবজি নষ্ট হচ্ছে, তবুও ঢাকায় আসছে না। কারণ পরিবহন খরচ অনেক বেড়েছে। আজকে বৃষ্টির কারণে বাজারে সব গাড়ি এসে পৌঁছায়নি। একটু পরে হয়তো সব চলে আসবে কিন্তু তখন খুচরা বাজারের ব্যবসায়ীরা আর থাকবে না।
একই অভিযোগ শোনা গেছে মিরপুর-১ নম্বরের কাঁচা বাজারের আড়ৎ থেকে।
এদিকে সেই কথারই প্রমাণ মিলেছে রাজধানীর আগারগাঁও, তালতলা, শেওড়াপাড়া, কাজীপাড়ার কাঁচাবাজারগুলোতে। শেওড়াপাড়া বাজারে সবজি ব্যবসায়ী শফিক জানায়, আজকে পাইকারি বাজারে সবজি পাইনি। যা পেয়েছি দাম অনেক বেশি। তাই আজকে সবজির দামও বেশি।
আগারগাঁও এলাকায় শামীমা রহমান সবজি কিনছেন গলির ভ্যান থেকে। তিনি জানান, কাঁচা সবজির দাম বেশি। যে যার ইচ্ছামত দাম রাখছেন। গত সপ্তাহের চেয়ে এ সপ্তাহে দাম অরো বেড়েছে। আমি সপ্তাহের বাজার একসঙ্গে করে রাখি, কিন্তু এ সপ্তাহে দাম অতিরিক্ত হওয়ায় পুরো বাজার করিনি।
এদিকে চালের দাম কিছুটা কমায় ক্রেতাদের স্বস্তির নিঃশ্বাস পড়লেও এখনো বেশিরভাগ মানুষের ক্রয়সীমার মধ্যে আসেনি বলে ক্ষোভ রয়েছে সাধারণ মানুষের।
মিরপুর-১ নম্বর এলাকায় রাজিব নামের এক ক্রেতা জানান, সব ধরনের চালে কেজি প্রতি দুই টাকা কমেছে। তবে সাধারণের ক্রয় ক্ষমতায় আসতে আরো কমতে হবে।
বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৭
এমএএম/জেডএস