মঙ্গলবার (৩ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর সোনারগাঁও হোটেলে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) আয়োজিত বাংলাদেশ- ভারত বিজনেস মিটিংয়ে বাণিজ্যমন্ত্রী এ আহ্বান জানান।
তোফায়েল আহমেদ বলেন, ভারতের সঙ্গে দ্বি-পাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী হলেও দু'দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি অনেক বেশি।
দু'দেশের বাণিজ্য ঘাটতি তুলে ধরে বাণিজ্যমন্ত্রী জানান, ২০১৬-১৭ অর্থবছরে সর্বশেষ দু'দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি রয়েছে ৫ হাজার ৪৮৯ মার্কিন ডলার।
রোহিঙ্গা ইস্যু নিয়ে এফবিসিসিআইয়ের সভাপতি মো. শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, বর্তমান রোহিঙ্গা সমস্যাটি শুধু বাংলাদেশের নয়, এটি দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার সমস্যা। আঞ্চলিক এ সমস্যা সমাধানে বিশ্ববাসীকে নজর দিতে হবে।
বিজনেস মিটিং এ শফিউল ইসলাম মহিউদ্দিনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি, বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা, ফেডারেশন অফ ইন্ডিয়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির সভাপতি পঙ্কজ প্যাটেল, এফবিসিসিআইয়ের প্রথম সহ সভাপতি শেখ ফজলে ফাহিম প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৭
এএম/এএটি/