রোববার (০৮ অক্টোবর) এ তথ্য জানায় বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম। রাজধানী আক্রার উত্তর-পূর্বে অ্যাটমিক জাংশন এলাকায় এ ঘটনা ঘটে।
রাষ্ট্রীয় মালিকানাধীন তরল প্রাকৃতিক গ্যাসের ওই পেট্রোল স্টেশনে বিস্ফোরণের মাত্রা এতোটা তীব্র ছিল যে আকাশে আগুনের কুণ্ডের সৃষ্টি হয়। পুড়ে যায় চারপাশ। ক্ষতিগ্রস্ত হয় পাশে রাখা গাড়িগুলোও।
দেশটির ভাইস প্রেসিডেন্ট মহামুদু বাউমিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
২০১৫ সালের জুনে আক্রার ব্যস্ততম এলাকার একটি পেট্রোল স্টেশনে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় কমপক্ষে ১৫০ জনের মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৭
আইএ