ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

দ্রব্যমূল্য স্থিতিশীল, বৃদ্ধি রিপোর্টে  

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২১ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
দ্রব্যমূল্য স্থিতিশীল, বৃদ্ধি রিপোর্টে   বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ

ঢাকা: সারাদেশের মানুষ যখন চালের উচ্চ মূল্যের কারণে হা হতাশা ব্যক্ত করছে, তখন বাণিজ্যমন্ত্রী জানালেন চালসহ দ্রব্যমূল্য স্থিতিশীল। কোনো দাম বাড়েনি। একটা রিপোর্টের কারণে চালের দাম বৃদ্ধি পেয়েছে। যদি সবজিসহ সব নিত্য পণ্যের বাজার এখনো চড়া।  

মন্ত্রীর কথার সঙ্গে বাস্তবতার মিল নেই, বাজারে প্রতিটি পণ্যের দাম উর্ধ্বগতি। মঙ্গলবার (২৪ অক্টোবর) বিকেলে সংসদ ভবনে অনুষ্ঠিত বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র বৈঠকে একথা বলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

বৈঠকে দুই একজন সদস্য দ্রব্যমূল্যের বিষয়ে কথা বলতে চাইলেও মন্ত্রীর কথার পর আর কেউ মুখ খোলেননি।  
 
বৈঠক সূত্রে জানা যায়,  মন্ত্রী বরাবরই দ্রব্যমূল্য নিয়ে উচ্চ বাচ্য করতে বারণ করেন। তার যুক্তি মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে একটু দাম বাড়লেও সমস্যা হবে না।
 
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ঢাকা মহানগরীতে ১৪টি বাজার মনিটরিং টিম নিয়োজিত রয়েছে। প্রতিদিন ২টি করে টিম মোট ৩/৪ টি বাজার পরিদর্শন করে থাকে। ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর আওতায় অধিদপ্তর কর্তৃক মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। আগস্ট ২০১৭ মাসে এ সকল টিম দ্বারা মোট ৪৭টি বাজার পরিদর্শন করে মোট ১ লাখ ৫৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
 
বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলোদেশ (টিসিবি) নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য অস্বাভাবিক হারে বৃদ্ধি পেলে সরকারি নির্দেশনা মোতাবেক ভোগ্য পণ্য সাশ্রয়ী মূল্যে ভোক্তা সাধারণের নিকট পৌঁছে দিয়ে বাজার মূল্য স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
 
কমিটি সভাপতি জাতীয় পার্টির সংসদ সদস্য তাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে কমিটি সদস্য বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, এনামুল হক, ওয়ারেসাত হোসেন বেলাল, আ,ক,ম বাহাউদ্দিন, ছানোয়ার হোসেন, মোহাম্মদ হাছান ইমাম খাঁন এবং লায়লা আরজুমান বানু অংশ  নেন।  

বাংলাদেশ সময়: ০৭১৭ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
এসএম/বিএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।