রোববার (২৯ অক্টোবর) ওই কেন্দ্রে প্রধান হিসেবে উপস্থিত থেকে এ মেলার উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, কোনো ধরনের বিদেশি সাহায্য ছাড়াই ২৯ বছর আগে পিকেএসএফ যাত্রা শুরু করেছে।
স্বাগত বক্তব্যে পিকেএসএফ সভাপতি ড. কাজী খলীকুজ্জামান আহমদ বলেন, মেলা আয়োজনের উদ্দেশ্য আমাদের উন্নয়ন সংস্থাগুলোর উৎপাদিত পণ্য প্রদর্শন। সবার সঙ্গে দেখা সাক্ষাতের মাধ্যমে যোগাযোগ বৃদ্ধি। এসময় তিনি পিকেএসএফ’র কার্যক্রমও সংক্ষেপে তুলে ধরেন। পিকেএসএফ নির্বাচিত কার্যক্রম বাস্তবায়নকারী সহযোগী সংস্থাগুলোর প্রতিনিধি হিসেবে প্রতিক্রিয়া ব্যক্ত করেন আকিব মাহবুব পরাগ, উখিচি মারমা, খোদেজা বেগম, কমেলা বেগম ও ইশরাক জাহান হিমাভ।
মানব মর্যাদা প্রতিষ্ঠা, টেকসই উন্নয়ন ও দরিদ্র বিমোচনে বিশেষ অবদানের জন্য সম্মাননা দেওয়া হয় রাজবাড়ীর কেকেএসের নির্বাহী পরিচালক ফকির আব্দুল জব্বার ও রিকের আবুল হাসিব খান।
অনুষ্ঠানের শুরুতেই পিকেএসএফ পরিচালিত শিক্ষা সহায়তা কেন্দ্রের মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলা থেকে আগত শিক্ষার্থীরা শপথ বাক্য পাঠ করেন।
সমাপনী বক্তব্য দেন পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল করিম।
বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
এসই/এএটি