ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ছয় দিনব্যাপী পিকেএসএফ উন্নয়ন মেলার উদ্বোধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৬ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
ছয় দিনব্যাপী পিকেএসএফ উন্নয়ন মেলার উদ্বোধন ছয় দিনব্যাপী পিকেএসএফ উন্নয়ন মেলার উদ্বোধন, ছবি: জিএম মুজিবুর

ঢাকা: রাজধানীর বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে ছয় দিনব্যাপী পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) উন্নয়ন মেলা শুরু হয়েছে। এ মেলা চলবে ৩ নভেম্বর পর্যন্ত।

রোববার (২৯ অক্টোবর) ওই কেন্দ্রে প্রধান হিসেবে উপস্থিত থেকে এ মেলার উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, কোনো ধরনের বিদেশি সাহায্য ছাড়াই ২৯ বছর আগে পিকেএসএফ যাত্রা শুরু করেছে।

পরবর্তীতে কাজের মাধ্যমে সবার দৃষ্টি আর্কষণ করায় কিছু বিদেশি সাহায্য পেয়েছে। উন্নয়নের একমাত্র লক্ষ্যমাত্রা দরিদ্র দূরীকরণ। দরিদ্র এখন ২২ দশমিক ৫শতাংশ। প্রায় ৩ কোটি মানুষ। ২০২৪ সালের পর আশা করি আর দরিদ্র থাকবে না। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, ছবি: জিএম মুজিবুরবিশেষ অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, আজকের মেলা আয়োজন অত্যন্ত সময়োপযোগী। এই প্রতিষ্ঠান বর্তমানে দেশের ১৫৩টি ইউনিয়নে কাজ করছে। মোট ইউনিয়ন চার হাজারের বেশি। ধীরে ধীরে সবগুলোতে যেতে হবে। উন্নয়ন সংস্থার সঙ্গে সরকারকেও গণমুখী হতে হবে।

স্বাগত বক্তব্যে পিকেএসএফ সভাপতি ড. কাজী খলীকুজ্জামান আহমদ বলেন, মেলা আয়োজনের উদ্দেশ্য আমাদের উন্নয়ন সংস্থাগুলোর উৎপাদিত পণ্য প্রদর্শন। সবার সঙ্গে দেখা সাক্ষাতের মাধ্যমে যোগাযোগ বৃদ্ধি। এসময় তিনি পিকেএসএফ’র কার্যক্রমও সংক্ষেপে তুলে ধরেন। ছয় দিনব্যাপী পিকেএসএফ উন্নয়ন মেলার উদ্বোধন, ছবি: জিএম মুজিবুরপিকেএসএফ নির্বাচিত কার্যক্রম বাস্তবায়নকারী সহযোগী সংস্থাগুলোর প্রতিনিধি হিসেবে প্রতিক্রিয়া ব্যক্ত করেন আকিব মাহবুব পরাগ, উখিচি মারমা, খোদেজা বেগম, কমেলা বেগম ও ইশরাক জাহান হিমাভ।

মানব মর্যাদা প্রতিষ্ঠা, টেকসই উন্নয়ন ও দরিদ্র বিমোচনে বিশেষ অবদানের জন্য সম্মাননা দেওয়া হয় রাজবাড়ীর কেকেএসের নির্বাহী পরিচালক ফকির আব্দুল জব্বার ও রিকের আবুল হাসিব খান।

অনুষ্ঠানের শুরুতেই পিকেএসএফ পরিচালিত শিক্ষা সহায়তা কেন্দ্রের মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলা থেকে আগত শিক্ষার্থীরা শপথ বাক্য পাঠ করেন।

সমাপনী বক্তব্য দেন পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল করিম।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
এসই/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।