মঙ্গলবার (১৪ নভেম্বর) ভারতের জিআই রেজিস্ট্রি এ ঘোষণা দিয়ে বলে, রসগোল্লা পশ্চিমবঙ্গের নিজস্ব সৃষ্টি, উড়িষ্যার নয়।
অথচ ‘মিষ্টি’র এ বিষয়টি নিয়ে ২০১৫ সাল থেকে পাশাপাশি দুই রাজ্যের মধ্যে তর্ক-বিতর্ক চলে আসছিলো।
এদিকে ওই ঘোষণা আসার পর লন্ডনে অবস্থান করা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এক টুইটে লিখেছেন, ‘এটি সবার জন্য ‘মিষ্টি’ খবর। রসগোল্লা পশ্চিমবঙ্গের জিআই স্টেটাস পাওয়ায় আমরা আনন্দিত ও খুবই খুশি’।
রসগোল্লা নিজস্ব দাবি করে উড়িষ্যার যুক্তি ছিলো, পুরীর মন্দিরে রসগোল্লা মিষ্টিই জগন্নাথদেবকে ভোগ দেওয়া হতো। শুধু তাই নয় ‘রসগোল্লা দিবস’ পালনও শুরু করে রাজ্যটি। সেই দাবি উড়িয়ে দিয়ে পশ্চিমবঙ্গের দাবি ছিলো, রসগোল্লা পশ্চিমবঙ্গের সৃষ্টি।
শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গের দাবির কাছে টিকলো না উড়িষ্যা। রসগোল্লা থাকলো পশ্চিমবঙ্গেরই!
বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৭
জেডএস