বাংলাদেশের বাজারে কোকাকোলার ৫৫ বছর পূর্তি উপলক্ষে শনিবার (৭ এপ্রিল) দুপুরে হোটেল রেডিসন হোটেলে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে নতুন এ পণ্যটি উন্মেচন করা হয়।
উন্মোচন অনুষ্ঠানে পণ্যটির থিম মিউজিক ‘হোক তোলপাড়’ শীর্ষক একটি ব্যান্ডসঙ্গীত উপস্থাপন করা হয়।
‘হোক তোলপাড়’ গানের কথা-
আমি অস্থির, আমি দুর্বার
হোক তাণ্ডব, হোক তোলপাড়।
আমি অস্থির, আমি চঞ্চল
পুরো পৃথিবী আমার অঞ্চল।
ছোটে ননস্টপ আমার ইঞ্জিন
আমি পরোয়া করিনা রাত-দিন
আমাকে দিয়ে হবে কি, হবে না
তার টেনশন বাদ দিন।
থাম্স আপ চার্জড উন্মোচন করেন কোকাকোলার ভারত ও সাউথ এশিয়ার প্রেসিডেন্ট টি কৃষ্ণ কুমার।
তিনি বলেন, অর্ধশত বছরের বেশি সময়ধরে কোকাকোলা বাংলাদেশে টিকে আছে। একক হিসেবে এটি বাংলাদেশে অন্যতম বৃহৎ কোম্পানি। এই নতুন পানীয় বাংলাদেশের যুবকদের চার্জড করবে।
কোকাকোলার ভারত ও সাউথ এশিয়ার ভাইস প্রেসিডেন্ট বিজয় পরশুরাম বলেন, বাংলাদেশ বর্তমানে একটি সম্ভাবনাময় মার্কেট। কারণ, এদেশের অর্থনীতি চলছে দুর্বার গতিতে। আর এ গতির জন্য চাই থাম্স আপ চার্জড।
কোকাকোলা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সাদাব খান বলেন, ৫৫ বছর ধরে কোকাকোলা এদেশে শুধু পানীয়ই বিক্রি করছে না, পাশাপাশি সঙ্গীত, ক্রিকেটসহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা করছে বহু বছর ধরে। এবারের পণ্য থাম্স আপ চার্জড বাংলাদেশে তোলপাড় সৃষ্টি করতে যাচ্ছে।
বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, এপ্রিল ৭,২০১৮
কেজেড/এনএইচটি