এবার ‘মি. নুডলসের পক্ষ থেকে বিভিন্ন এতিমখানায় ১৫ হাজার এতিমের মাঝে ইফতার বিতরণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এরই মধ্যে প্রায় সাত হাজার এতিমদের ইফতার করানো হয়েছে।
মি. নুডলসের ব্র্যান্ড ম্যানেজার রিয়াদ হোসাইন জানান, ‘পহেলা রমজান থেকে এ কর্মসূচি শুরু হয়েছে। রোজার শেষ দিন পর্যন্ত চলবে এ কর্মসূচি।
তিনি আরও জানান, ‘এই রমজানে আমরা আজিমপুরে সলিমুল্লাহ মুসলিম ও ছোটমণি এতিমখানা, তেজগাঁওয়ের রহমতিয়া আলম ইসলাম মিশন ও জামিয়া রেলওয়ে, মোহাম্মদপুরে জামিয়া ইসলাম বাতুল ফালাহ ও ওয়াহিদিয়া, আশুলিয়ায় আমিনিয়া আরবিয়া আল-আমিন এবং সাভারের মওলানা আনোয়ার হোসেন শাহ এতিমখানাসহ বিভিন্ন এতিমখানায় ইফতার বিতরণ করেছি। আগামীতে নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রামসহ বেশ কয়েকটি এলাকায় অবস্থিত বিভিন্ন এতিমখানায় ইফতার বিতরণ করবো’।
মি. নুডলসের প্রধান বিপণন কর্মকর্তা তোষন পাল বলেন, ‘রমজানে প্রতিদিন মি. নুডলস বিক্রির একটি অংশ এতিমদের ইফতারের জন্য ব্যয় করা হচ্ছে। আমরা এতিমদের হাতে ইফতার তুলে দিতে পেরে খুবই আনন্দিত’।
বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, মে ৩১, ২০১৮
পিআর/এএটি