শুক্রবার (১ জুন) রাজধানীর রামপুরা কাঁচাবাজারে প্রতিটি সবজি ৫ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়তি দামে বিক্রি হতে দেখা যায়। এ বাজারে প্রতিকেজি কাকরোল বিক্রি হচ্ছে ৭০ টাকা, উস্তে ৮০ টাকা, বেগুন ৬০ থেকে ৭০ টাকা, করলা ৬০ টাকা, ঝিঙা ৬০ টাকা, চিচিঙা ৬০ টাকা ও ঢেঁড়স ৪০ টাকায় বিক্রি হচ্ছে।
গরুর মাংসের ক্ষেত্রে মানা হচ্ছে না সিটি করপোরেশনের বেধে দেওয়া নির্ধারিত মূল্য। প্রতিকেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৪৮০ থেকে ৫০০ টাকার মধ্যে।
মাংস বিক্রেতা সোহেল বাংলানিউজকে বলেন, বেশি দামে গরু কিনে আনায় বেশি দামেই মাংস বিক্রি করতে হচ্ছে।
এ বাজারে মাছের দামও রয়েছে চড়া। প্রতিকেজি হরিণা চিংড়ি ৫০০ টাকা, ছোট গলদা ৫০০ টাকা, বাগদা ৮০০ টাকা, রুই ২৫০ থেকে ৩০০ টাকা, তেলাপিয়া ১৪০ টাকায় বিক্রি হচ্ছে।
রাজধানীর নিউমার্কেট কাঁচাবাজারে সবজি ও মাছ বাড়তি দামে বিক্রি হলেও মাংস বিক্রি হচ্ছে ৪৫০ টাকায়।
এ বাজারে প্রতিকেজি পটল হচ্ছে ৫৯ টাকা, কচুর লতি ৫০ টাকা, ছড়া কচু ৬০ টাকা, ঢেঁড়স ৫০ টাকা, বেগুন ৭০ থেকে ৮০ টাকা, কুমড়ার জালি প্রতিটি ৫০ টাকা ও লাউ ৬০ টাকায় বিক্রি করতে দেখা যায়।
এ বাজারে মাছের দাম বেশ চড়া। প্রতিকেজি রুই বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩৫০ টাকায়, ইলিশ ৫০০ ওজনের প্রতিজোড়া ১৬০০ টাকা, শিং মাছ ৫৫০ থেকে ৭০০ টাকা ও শোল মাছ ৬০০ টাকায় বিক্রি করতে দেখা যায়।
এলিফেন্ট রোডের প্রতিটি দোকানে মাংস চড়া দামে বিক্রি হতে দেখা যায়। গরুর মাংস প্রতিকেজি ৪৮০ টাকা ও খাসি ৭৮০ টাকায় বিক্রি হচ্ছে।
বিক্রেতারা জানান, গরুর ক্রয়মূল্য বেশি হওয়ায় খুচরা বাজারে এর প্রভাব পড়েছে।
এছাড়া প্রায় প্রতিটি বাজারেই মুরগির মাংস কেজিতে ১০ করে টাকা বেড়েছে। গত সপ্তাহে ১৫০ থেকে ১৬০ টাকায় বিক্রি হলেও আজ তা বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকায়।
তবে চাল, ডাল, ডিম ও তেল আগের দামই রয়েছে।
বাংলাদেশ সময়: ০৮৫৯ ঘণ্টা, জুন ০১, ২০১৮
ইএআর/এনএইচটি