সোমবার (০৪ জুন) দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত রিনজস টি রিং এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
বাণিজ্যমন্ত্রী বলেন, ডিউটি (শুল্ক) কমানো যায় যেমন, তেমন বাড়ানোও যায়।
মন্ত্রী বলেন, এবার বোরোতে বাম্পার ফলন হয়েছে। ‘অস্বাভাবিক’ ভালো ফলন হয়েছে। আমদানিও হয়েছে ঘাটতির চেয়ে ৮/১০ গুণ বেশি। তাই কৃষকের স্বার্থের কথা চিন্তা করে, রাষ্ট্রের প্রয়োজনে শুল্ক বসানো হচ্ছে। রাষ্ট্রের প্রয়োজনে দরকার মতো আবার কমানো হবে। এটা সবাই করে। ভারতও তাদের ব্যাবসায়ীদের প্রয়োজনে আমাদের পাটপণ্যে শুল্ক বসিয়েছে।
দেশে যেহেতু চালের চাহিদার তুলনায় কয়েকগুণ মজুদ বেশি, ফলনও বেশি হয়েছে, তাই শুল্ক বাড়ানোয় বাজারে এর প্রভাব পড়বে না বলেও মনে করেন মন্ত্রী।
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, জুন ০৪, ২০১৮
আরএম/জেডএস