ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

২৮ শতাংশ শুল্ক বসছে চাল আমদানিতে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪১ ঘণ্টা, জুন ৪, ২০১৮
২৮ শতাংশ শুল্ক বসছে চাল আমদানিতে বৈঠকে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ

ঢাকা: চাল আমদানিতে সরকার আবার শুল্ক আরোপ করতে যাচ্ছে। আগের বছরের মতো ২৮ শতাংশ শুল্ক বসাতে যাচ্ছে। আগামী ৭ জুন (বৃহস্পতিবার) ২০১৮-১৯ অর্থবছরের বাজেট ঘোষণার দিন থেকেই এটি কার্যকর হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

সোমবার (০৪ জুন) দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত রিনজস টি রিং এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, ডিউটি (শুল্ক) কমানো যায় যেমন, তেমন বাড়ানোও যায়।

রাষ্ট্রের প্রয়োজনে এটা হয়। গত বছর আগাম বৃষ্টি ও পাহাড়ি ঢলে আমাদের বোরো আবাদ ক্ষতিগ্রস্ত হয়েছিলো। আমরা জেনেছি ১০ লাখ টন চাল উৎপাদন কম হয়েছিলো। এতে ধাপে ধাপে সরকার আরোপিত ২৮ শতাংশ শুল্ক প্রত্যাহার করে। আমরা আবার তা বহালের সিদ্ধান্ত নিয়েছি।

মন্ত্রী বলেন, এবার বোরোতে বাম্পার ফলন হয়েছে। ‘অস্বাভাবিক’ ভালো ফলন হয়েছে। আমদানিও হয়েছে ঘাটতির চেয়ে ৮/১০ গুণ বেশি। তাই কৃষকের স্বার্থের কথা চিন্তা করে,  রাষ্ট্রের প্রয়োজনে শুল্ক বসানো হচ্ছে। রাষ্ট্রের প্রয়োজনে দরকার মতো আবার কমানো হবে। এটা সবাই করে। ভারতও তাদের ব্যাবসায়ীদের প্রয়োজনে আমাদের পাটপণ্যে শুল্ক বসিয়েছে।  

দেশে যেহেতু চালের চাহিদার তুলনায় কয়েকগুণ মজুদ বেশি, ফলনও বেশি হয়েছে, তাই শুল্ক বাড়ানোয় বাজারে এর প্রভাব পড়বে না বলেও মনে করেন মন্ত্রী।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, জুন ০৪, ২০১৮
আরএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।