আগামী সোমবার (১৮ জুন) যথারীতি কার্যক্রম চালু হবে আমদানি-রপ্তানির এ স্থলবন্দরে।
বন্দর শুল্ক স্টেশনের ডেপুটি কমিশনার রেজাউল হক বাংলানিউজকে বলেন, শুল্ক স্টেশন খোলা থাকলেও ঈদ উপলক্ষে সরকারি ছুটির সঙ্গে আরও একদিন বাড়িয়ে পাঁচদিন বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন।
ভোমরা বন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম বাংলানিউজকে জানান, ঈদ উপলক্ষে ভারতের ঘোজাডাঙ্গা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনার মাধ্যমে চারদিন সরকারি ছুটির সঙ্গে অতিরিক্ত একদিন বাড়িয়ে পাঁচদিন উভয় দেশের বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী সোমবার থেকে আবারও যথারীতি আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হবে।
বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, জুন ১৩, ২০১৮
এসআরএস