বুধবার (১৩ জুন) কক্সবাজার শহরের বিভিন্ন বিপণিবিতান ঘুরে দেখা যায়, বৃষ্টির কারণে ঈদ বাজারে ক্রেতাদের তেমন ভিড় নেই।
শহরের নিউমার্কেট ছিল ক্রেতাশুন্য।
জুতা ও কসমেটিকসের দোকানেও তেমন ভিড় দেখা যায়নি। এছাড়া লালদিঘীর পাড়ের ফুটপাতের দোকানগুলোও বন্ধ দেখা যায়।
নিউমার্কেটের সাফা কালেকশনের স্বত্ত্বাধিকারী সাইমন আমিন বাংলানিউজকে বলেন, এবারের ঈদ মৌসুমে এমনিতেই বিকিকিনি কম। এরসঙ্গে যোগ হয়েছে পাঁচদিনের টানা বৃষ্টি। ফলে ক্রেতাদের ভিড় নেই বিপণিবিতানগুলোতে।
পৌর সমবায় সুপার মার্কেটের সুরভী ক্লথ স্টোরের মালিক হেলাল উদ্দিন বলেন, ঈদ বাজারের বিকিকিনিতে বাধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। বুধবার সারাদিনে মাত্র ১০ হাজার টাকার মতো বেচাকেনা হয়েছে।
বাচ্চাদের জন্য কেনাকাটা করতে আসা শাপলা আকতার বলেন, দোরগোড়ায় ঈদ। এরমধ্যে চলছে টানা বৃষ্টি। ফলে বৃষ্টিতে ভিজেই কেনাকাটা করতে হচ্ছে।
কক্সবাজার দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুল ইসলাম মুকুল বলেন, শহরের মার্কেটগুলোতে পৌরবাসী ছাড়াও রামু ও উখিয়া থেকে লোকজন আসেন। কিন্তু গত কয়েকদিনের টানা বর্ষণে ক্রেতা কমেছে। তাই বিকিকিনি নেই বললেই চলে।
বাংলাদেশ সময়: ২২১৬ ঘণ্টা, জুন ১৩, ২০১৮
এএইচ/ওএইচ/