ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পেল এমআই সিমেন্ট, দেশবন্ধু পলিমার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১০

ঢাকা: বুক বিল্ডিং ও আইপিও’র মাধ্যমে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার অনুমোদন পেল এমআই সিমেন্ট লিমিটেড ও দেশ বন্ধু পলিমার লিমিটেড। এর মধ্যে প্রথমটি বুক বিল্ডিং পদ্ধতি এবং  দ্বিতীয়টি আইপিও’র মাধ্যমে পুঁজিবাজারে তালিকাভুক্ত হবে।



সোমবার সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) কমিশন সভায় এই অনুমোদন দেওয়া হয়।
 
সভা শেষে এসইসির নির্বাহী পরিচালক ও কমিশনের মুখপাত্র আনোয়ারুল কবির ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেন।

বুক বিল্ডিং পদ্ধতিতে অনুমোদন পাওয়া এম আই সিমেন্ট লিমিটেড গত ২৮ এপ্রিল এসইসিতে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার আবেদন করে। ১০ টাকা অভিহিত মুল্যের কোম্পানির প্রতিটি শেয়ারের ইন্ডিকেটিভ প্রাইস ৯৩ টাকা। কোম্পানিটি তিন কোটি শেয়ার বাজারে ছাড়বে। সর্বশেষ আর্থিক প্রতিবেদন অনুযায়ী এর শেয়ার প্রতি আয় ১.৮৭ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য ১৫.৭৮ টাকা। এম আই সিমেন্ট লিমিটেডের ইস্যু ম্যানেজার অ্যালিয়েন্স হোল্ডিংস লিমিটেড।
 
অন্যদিকে আইপিও’র মাধ্যমে দেশবন্ধু পলিমার লিমিটেড ১৬ কোটি টাকা সংগ্রহ করবে। প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা। কোম্পানির আইপিও পূর্ববর্তী পরিশোধিত মূলধন ২৪ কোটি টাকা। সর্বশেষ আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় ৩.৪৭ টাকা।
 
এদিন এসইসি’র সভায় পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেডের ১২ কোটি শতাভাগ রূপান্তর যোগ্য প্রিফারেন্স শেয়ার অনুমোদন দেওয়া হয়। এই শেয়ারের বিপরীতে তিন শতাংশ মুনাফা দেওয়া হবে।    

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, ৬ সেপ্টেম্বর ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।