ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

জামাল হোসেন, বেনাপোল প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১০

যশোর: বেনাপোল বন্দর দিয়ে মঙ্গলবার সকাল থেকেই ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পশ্চিমবঙ্গের শাসক দল সিপিএম সমর্থিত শ্রমিক সংগঠন সিটুর ডাকা সকাল-সন্ধ্যা বনধে এ অচলাবস্থার তৈরি হয়।



জানা গেছে, সকালে বেনাপোল স্থলবন্দরের ওপারে ভারতের পেট্রাপোলে সিটুর শ’ শ’ নেতা-কর্মী বিাভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে লাল পতাকা উড়িয়ে দু’দেশের মধ্যে যান চলাচল বন্ধ করে দেয়।
 
বেনাপোল কাস্টমস (শুল্ক) কমিশনার ড. আব্দুল মান্নান শিকদার বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডি কে বলেন, ‘আজকে সরকারি ছুটির দিন হলেও জাতীয় রাজস্ব বোর্ডের নিদের্শে আমরা বেনাপোল বন্দর ও কাস্টমস খোলা রেখেছি। কিন্তু পশ্চিমবঙ্গে বনধের কারণে তা বন্ধ রয়েছে। ’

সীমান্তের দু’পাড়েই পচনশীল পণ্যসহ বিভিন্ন গার্মেন্টস ইন্ডাস্ট্রির কাচামাল বোঝাই শ’ শ’ ট্রাক আটকে বলে জানান তিনি।

তবে বেনাপোল বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) আমিনুল ইসলাম জানান, বেনাপোল বন্দর খোলা রয়েছে। বন্দর থেকে মালামাল খালাশ প্রক্রিয়া অব্যাহত আছে।
 
পেট্রাপোলের একটি সূত্র জানিয়েছে, বনধের কারণে ভারতগামী শ’ শ’ বাংলাদেশী যাত্রী আটকা পড়েছে পেট্রাপোল চেকপয়েন্টে।

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad