ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ব্যাংকিং খাতেও দেওয়া হবে জনপ্রশাসন পদক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৮
ব্যাংকিং খাতেও দেওয়া হবে জনপ্রশাসন পদক ইনোভেটিভ আইডিয়া শোকেসিং অনুষ্ঠান

ঢাকা: প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ক মুখ্য সচিব আবুল কালাম আজাদ বলেছেন, জনসেবায় অসামান্য অবদানের জন্য আগামীতে ব্যাংকিং খাতের ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হবে।

শনিবার (৪ আগস্ট) সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে ইনোভেটিভ আইডিয়া শোকেসিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবুল কালাম আজাদ বলেন, প্রশাসনের অন্যান্য বিভাগের মত ব্যাংকিং খাতও জনসেবা করে।

তাই আগামী বছর থেকে এখাতের প্রতিষ্ঠান ও কর্মকর্তাদের পুরষ্কৃত করা হবে। এজন্য তিনি অনুষ্ঠানে উপস্থিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ফয়েজ আহমদকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।  

ব্যাংকিং সেবা বিষয়ে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের উদ্ভাবিত ১৪টি নতুন সেবা ধারণা সর্ম্পকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বলেন, ইনোভেশন যত বেশি হবে, দুর্নীতি তত কম হবে। এসব আইডিয়া বাস্তবায়নের সময় নির্ধারণ করে দেওয়ার জন্য গভর্নরকে পরামর্শ দেন তিনি।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বলেন, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের উদ্ভাবিত অনলাইন নিয়োগ পদ্ধতি পর্যায়ক্রমে সরকারের সব দফতরে চালু করা হবে। করা গেলে চাকরি প্রার্থীদের আবেদন করার পর কে কোন চাকরি খুঁজছেন, তার নোটিফিকেশন আমাদের কাছে চলে আসবে। এছাড়াও সব ধরনের সরকারি চাকরি ব্যাংক ড্রাফট প্রথা বন্ধ করা হবে বলেও তিনি জানান।

আবুল কালাম আজাদ বলেন, এসব আইডয়া বাস্তবায়ন করার পর ব্যাংক হিসাব খোলা খেকে শুরু করে সব ধরনের সেবা অনলাইনে পাওয়া যাবে। এখন থেকে সব ধরনের উদ্ভাবনী কার্যক্রম বাংলাদেশ সরকারের ডিজিটাল সেবার প্লাটফর্ম অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) ওয়েবসাইটে প্রকাশ ও সহজে প্রদর্শনের ব্যবস্থা করা হবে বলেও জানান আবুল কালাম আজাদ।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির বলেন, এসব আইডিয়া বাস্তবায়ন করা হলে সবধরনের ব্যাংকিং সেবা যথোপযোগী ও জনবান্ধব হবে। এছাড়াও যেসব কর্মকর্তারা এসব আইডিয়া উদ্ভাবন করেছেন তাদের ইনসেনটিভ দেওয়ার ঘোষণা দেন গভর্নর।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ার কাজী এম আমিনুল ইসলাম, আর্র্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব ইউনুসুর রহমান, অর্থ বিভাগের অতিরিক্ত সচিব ড. জাফর উদ্দিন, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এসএম মনিরুজ্জামান, এটুআই কর্মকর্তা মানিক মাহমুদ।

সমাপনী বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমির নির্বাহী পরিচালক লাইলা বিলকিছ আরা।

ব্যাংকিং সেবাকে জনগণের দৌরগোড়ায় পৌঁছে দিতে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের উদ্ভাবন করা আইডিয়াগুলোর মধ্য থেকে তিনটি আইডিয়ার উদ্ভাবক দলকে পুরস্ক‍ৃত করা হয়েছে।

প্রথম পুরস্কার পেয়েছেন জাল টাকা শনাক্তকারী অ্যাপস উদ্ভাবনী করে আইটি অপারেশন অ্যান্ড কমিউনিকেশন ডিপার্টমেন্টের  সহকারী প্রোগ্রামার ত্বাঊছুন আখতারী, বেলাল হোসেন ও লিখন বণিক।

এছাড়াও দ্বিতীয় পুরস্কার পেয়েছে বাংলা মানি ও ডিজিটাল সঞ্চয় বন্ড উদ্ভাবনকারী ডেট ম্যানেজমেন্ট বিভাগ, মোবাইল অ্যাপসের মাধ্যমে নিয়োগ কার্যক্রম ও বাংলাদেশ ব্যাংকের আধুনিক ওয়েবসাইট উদ্ভাবনকারী অপারেশন অ্যান্ড কমিউনিকেশন ডিপার্টমেন্ট।

এর আগে আইডিয়া শোকেসিং এর জন্য প্রস্তুতকৃত ১৪টি স্টল পরিদর্শন করেন এবং আইডিয়া প্রদানকারী কর্মকর্তাদের আইডিয়া সম্পর্কিত বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা। অনুষ্ঠানে আইডিয়া প্রদানকারী ৩৫ জন কর্মকর্তাকে পুরস্কার দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, আগস্ট: ৪, ২০১৮
এসই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।