এর আগে টানা দুই অর্থবছর কমার পর গত অর্থবছর রেমিটেন্সে ১৭ দশমিক ৩২ শতাংশ প্রবৃদ্ধি হয়।
মঙ্গলবার (৪ সেপ্টম্বর) প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য পাওয়া যায়।
প্রতিবেদন অনুযায়ী, আগস্ট মাসে রাষ্ট্রীয় পাঁচ ব্যাংকের মাধ্যমে এসেছে ৩৫ কোটি ৭২ ডলার, বিশেষায়িত একটি ব্যাংকে ১ কোটি ৫৩ লাখ ডলার, বেসরকারি খাতের ৩৮টি ব্যাংকের মাধ্যমে ১০২ কোটি ৭৭ লাখ ডলার এবং বিদেশি ৭ ব্যাংকের মাধ্যমে ১ কোটি ৭ লাখ ডলার রেমিটেন্স এসেছে।
তবে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল), বিশেষায়িত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব), বেসরকারি আইসিবি ইসলামিক ব্যাংক এবং বিদেশি হাবিব ব্যাংক ও ন্যাশনাল ব্যাংক পাকিস্তান এক টাকাও রেমিটেন্স সংগ্রহ করতে পারেনি।
সংশ্লিষ্টদের মতে, অর্থবছরের প্রথম দুইমাসে ২৭৩ কোটি ডলারের রেমিটেন্স এসেছে। আগের অর্থবছরের একই সময়ে চেয়ে যা ১৯ কোটি ডলার বা ৭ দশমিক ৬৬ শতাংশ বেশি। মূলত হুন্ডি ঠেকাতে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর পদক্ষেপ ও ডলারের দর বৃদ্ধির কারণে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স বাড়ছে।
বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৮
এসই/এএ