ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাড়ছে রেমিটেন্স, আগস্টে এসেছে ১২ হাজার কোটি টাকা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৮
বাড়ছে রেমিটেন্স, আগস্টে এসেছে ১২ হাজার কোটি টাকা প্রতীকী ছবি

ঢাকা: চলতি বছরের আগস্ট মাসে প্রবাসীরা দেশে ১৪১ কোটি ১০ লাখ মার্কিন ডলার বা ১১ হাজার ৮০৮ কোটি টাকার রেমিটেন্স পাঠিয়েছেন। যা জুলাই মাসের তুলনায় ৭ দশমিক ২২ শতাংশ বেশি। তবে আগের বছরের একই মাসের সমান। 

এর আগে টানা দুই অর্থবছর কমার পর গত অর্থবছর রেমিটেন্সে ১৭ দশমিক ৩২ শতাংশ প্রবৃদ্ধি হয়।
 
মঙ্গলবার (৪ সেপ্টম্বর) প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য পাওয়া যায়।


 
প্রতিবেদন অনুযায়ী, আগস্ট মাসে রাষ্ট্রীয় পাঁচ ব্যাংকের মাধ্যমে এসেছে ৩৫ কোটি ৭২ ডলার, বিশেষায়িত একটি ব্যাংকে ১ কোটি ৫৩ লাখ ডলার, বেসরকারি খাতের ৩৮টি ব্যাংকের মাধ্যমে ১০২ কোটি ৭৭ লাখ ডলার এবং বিদেশি ৭ ব্যাংকের মাধ্যমে ১ কোটি ৭ লাখ ডলার রেমিটেন্স এসেছে।
 
তবে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল), বিশেষায়িত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব), বেসরকারি আইসিবি ইসলামিক ব্যাংক এবং বিদেশি হাবিব ব্যাংক ও ন্যাশনাল ব্যাংক পাকিস্তান এক টাকাও রেমিটেন্স সংগ্রহ করতে পারেনি।  
 
সংশ্লিষ্টদের মতে, অর্থবছরের প্রথম দুইমাসে ২৭৩ কোটি ডলারের রেমিটেন্স এসেছে। আগের অর্থবছরের একই সময়ে চেয়ে যা ১৯ কোটি ডলার বা ৭ দশমিক ৬৬ শতাংশ বেশি। মূলত হুন্ডি ঠেকাতে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর পদক্ষেপ ও ডলারের দর বৃদ্ধির কারণে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স বাড়ছে।  
 
বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৮
এসই/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।