ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সহজে গোল্ডেন গেটের বড় বিনিয়োগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৮
সহজে গোল্ডেন গেটের বড় বিনিয়োগ সংবাদ সম্মেলনে সহজের এমডি মালিহা কাদির, ছবি: বাংলানিউজ

ঢাকা: অনলাইন টিকিট ও রাইড শেয়ারিং কোম্পানি সহজ লিমিটেডে দেড় কোটি মার্কিন ডলার বিনিয়োগ করেছে সিঙ্গাপুরভিত্তিক কোম্পানি গোল্ডেন গেট ভেঞ্চার।

বুধবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সহজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মালিহা কাদির।

মালিহা কাদির বলেন, নতুন এই বিনিয়োগ আমাদের গ্রাহকদের আস্থা ও রাইড শেয়ারিং ব্যবসা বাড়াতে সহযোগিতা করবে।

দেশে প্রযুক্তিভিত্তিক ব্যবসায় বিদেশি বিনিয়োগকে ইতিবাচক উল্লেখ করে তিনি বলেন, গোল্ডেন গেটের মতো বড় বিনিয়োগকারীরা পাশে থাকলে আমরা তাদের কাছ থেকে শিখতে পারবো। যদিও আমাদের প্রতিষ্ঠানে এটাই প্রথম বিদেশি বিনিয়োগ নয়।

এসময় গোল্ডেন গেট’র দু’জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৮
এমএফআই/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।