রপ্তানি উন্নয়ন ব্যুরোর লোগো
ঢাকা: কার্যকর ফার্মাসিউটিক্যালসের উপাদান রপ্তানি করতে এখন থেকে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সনদ দাখিল করতে হবে। আগে বাংলাদেশ অ্যাকটিভ ফার্মাসিউটিক্যালস ইনগ্রিডেন্টস (এপিআই) অ্যান্ড ইন্টারমেডিয়ারিস ম্যানুফ্যাকচারস অ্যাসোসিয়েশনের সনদ দাখিল করতে হতো।
বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে বৈদেশিক মুদ্রা লেনেদেনে নিয়োজিত সব অনুমোদিত ডিলার ব্যাংকের কাছে পাঠিয়েছে।
এতে বলা হয়েছে, রপ্তানিকারকের ঘোষিত রপ্তানি মূল্য যৌক্তিক ও বিদ্যমান আন্তর্জাতিক বাজার মূল্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ রয়েছে।
বিদেশি ক্রেতার যথার্থতা ও বিশ্বাসযোগ্যতা সর্ম্পকে নিশ্চিত হওয়ার উপযুক্ত প্রমাণসাপেক্ষে রপ্তানি উন্নয়ন ব্যুরোর দু’জন কর্মকর্তার স্বাক্ষর, তারিখ ও সিলসহ আবেদন দাখিল করতে হবে। কোনো প্রকার ঘষামাজা, কাটাছেঁড়া, বা সংশোধন করা হলে এই আবেদন বাতিল বলে গণ্য হবে।
বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, সেপ্টেম্বর: ২৭, ২০১৮
এসই/এএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।