বুধবার (০৭ নভেম্বর) বিকেলে শহরের নতুন বাস টার্মিনাল এলাকায় এ পয়েন্টের উদ্বোধন করেন বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেডের হেড অব ডিভিশন (মার্কেটিং অ্যান্ড সেলস) মীর টি আই ফারুক রিজভী।
এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা এলপি গ্যাসের এজিএম মোহাম্মদ হাবিবুর রহমান ও এরিয়া ম্যানেজার মোহাম্মদ গিয়াস উদ্দিন প্রমুখ।
বসুন্ধরা এলপি গ্যাসের এ মাস্টার ডিস্ট্রিবিউটরের মাধ্যমে লক্ষ্মীপুর, চাঁদপুর ও নোয়াখালীতে গ্যাস সরবরাহ করা হবে। এতে পরিবেশক ও গ্রাহকরা আগের চেয়ে দ্রুত গ্যাস পাবেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বসুন্ধরা এলপি গ্যাস দেশের এক নম্বর ব্র্যান্ড। এ গ্যাস ব্যবহার নিরাপদ ও সাশ্রয়ী। শুধু গ্যাস নয়, বসুন্ধরা গ্রুপের প্রতিটি পণ্যই আন্তর্জাতিক মানের। দেশ ও মানুষের কল্যাণে বসুন্ধরা গ্রুপ কাজ করছে।
এর আগে উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় তিন জেলার ডিলার ও রিটেইলাররা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৮
এসআর/আরআইএস/